পিছিয়ে গেলো কলকাতা চলচ্চিত্র উৎসব

অ্যাওয়ার্ড, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 07:50:30

মহামারি করোনাভাইরাসের কারণে এখনও পর্যন্ত বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসব পিছিয়ে দেওয়া হয়েছে। এবার পিছিয়ে দেওয়া হলো কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবও।

তবে মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে উৎসবটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে টুইটারে মমতা ব্যানার্জী বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, “আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শ মেনে কলকাতা চলচ্চিত্র উৎসবের সঙ্গে যুক্ত প্রত্যেককে এবং সিনেপ্রেমী মানুষদের জানাচ্ছি, পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের উৎসবের নতুন দিন ধার্য করা হয়েছে। ২০২১ সালের ৮-১৫ জানুয়ারি উৎসবের নতুন সময়সীমা হিসেবে ঠিক করা হয়েছে। এখন থেকেই প্রস্তুতি শুরু করা যাক!”

এবারে বসতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৬তম আসর। আগামী ৫ নভেম্বর থেকে শুরু হয়ে ১২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো উৎসবটি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। মুম্বাইয়ে শাহরুখ খান, অমিতাভ বচ্চনসহ একাধিক বিশিষ্ট জনের কাছে ইতিমধ্যে আমন্ত্রণও পৌঁছে গিয়েছে। বিভিন্ন বিভাগে প্রতিযোগিতার জন্য ছবির নির্বাচনের কাজও নাকি শেষ।

এ সম্পর্কিত আরও খবর