‘জেমস বন্ড’ তারকা শন কনারি আর নেই

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 11:50:37

হলিউডের প্রথম ‘জেমস বন্ড’ অস্কারজয়ী অভিনেতা শন কনারি আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর।

শনিবার (৩১ অক্টোবর) ‘জেমস বন্ড’-এর অফিশিয়াল টুইটার পেজে একটি পোস্ট শেয়ার করে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শন কনারির পারিবারিক সূত্রে জানা গেছে- বর্ষীয়ান এই তারকা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনতি নানা সমস্যায় ভুগছিলেন।

বন্ড লুকে শন কনারি

১৯৬২ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত তিনি একটানা ইয়ান ফ্লেমিংয়ের সৃষ্ট জেমস বন্ড সিরিজের মোট ৭টি বন্ড ছবিতে অভিনয় করেছেন শন কনারি। সমালোচকদের মধ্যে তাঁর মতো জেমস বন্ডকে রুপালি পর্দায় আর কেউই ফুটিয়ে তুলতে পারেননি।

ড. নো (১৯৬২), ফ্রম রাশিয়া উইথ লাভ (১৯৬৩), গোল্ডফিঙ্গার (১৯৬৪), থান্ডারবল (১৯৬৫) এবং ইউ অনলি লাইভ টুয়াইস (১৯৬৭) বন্ড সিরিজে প্রথম পাঁচটি ছবিতে গুপ্তচর জেমস বন্ড হিসেবে দর্শক পেয়েছিল তাকে। এরপর ডায়মন্ডস আর ফরএভার (১৯৭১) এবং নেভার সে নেভার এগেইন (১৯৮৩) ছবিতে ফের বন্ডের ভূমিকায় অভিনয় করেন তিনি।

শন কনারি

জেমস বন্ডের চরিত্রের জন্য তিনি বেশি পরিচিত হলেও ১৯৮৮ সালে তিনি ‘দ্য আনটাচেবল’ চলচ্চিত্রের জন্য সেরা পার্শ্ব অভিনেতা হিসাবে অস্কার পুরস্কার ঘরে তোলেন শন কনারি।

এছাড়াও ‘মেরিন’, ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড’, ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’, ‘ড্রাগনহার্ট’, ‘দ্য রক প্রভৃতি’র মতো উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।

‘জেমস বন্ড’ ছবির দৃশ্যে শন কনারি

একবার অস্কার ছাড়াও তিনবার গোল্ডনে গ্লোব এবং দু'বার বাফটা পুরস্কারে সম্মানিত হয়েছে শন কনারি। ২০০০ সালে ইংল্যান্ডের রানি এলিজাবেথ তাকে নাইটহুড সম্মান দেন। 

এ সম্পর্কিত আরও খবর