সন্ধ্যায় শেষকৃত্য সৌমিত্রের

, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 03:35:28

চল্লিশ দিনের দীর্ঘ লড়াই শেষে চলে গেলেন বাংলা সিনেমার কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। সম্প্রতি করোনা আক্রান্ত হন তিনি। রোববার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত এ অভিনেতা।

বেলা ২টার দিকে রবীন্দ্র সদনের উদ্দেশ্যে বেলভিউ হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়া হয় সৌমিত্রর দেহ। সেখানে ২ ঘণ্টা শায়িত থাকবে তার দেহ।

এর আগে সৌমিত্রের মৃত্যু সংবাদ শুনে দুপুর ১টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেলভিউ হাসপাতালে যান। সেখানে মেয়ের সঙ্গে কথা বলেন তিনি।

 সৌমিত্রের মৃত্যু সংবাদ শুনে দুপুর ১টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেলভিউ হাসপাতালে যান

এ সময় উপস্থিত ছিলেন-রাজ চক্রবর্তী, কৌশিক সেন, ঋদ্ধি সেন।

মুখ্যমন্ত্রী এদিন জানান, কেওড়াতলা শ্মশানে গান স্যালুট দেওয়া হবে। তার আগে রবীন্দ্রসদন থেকে শেষযাত্রায় নিয়ে যাওয়া হবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। 

সৌমিত্র কন্যা পৌলোমী জানান, প্রথমে মরদেহ দুপুর দু’টো নাগাদ নিয়ে যাওয়া হবে গল্ফগ্রিনের বাড়িতে, তারপর টেকনিশিয়ন স্টুডিও, তারপর সেখান থেকে ৩টা ৩০ মিনিট নাগাদ রবীন্দ্রসদনে নিয়ে যাওয়া হবে মরদেহ। সেখান থেকে কেওড়াতলা শ্মশান।

এ সম্পর্কিত আরও খবর