এশিয়ান টিভিতে টার্কিশ ধারাবাহিক ‘আয়েশা মরিয়ম’

ছোটপর্দা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 23:04:14

পৃথিবীর ৫৩টির বেশি দেশের দর্শকদের মন জয় করে এবার বাংলাদেশের এশিয়ান টিভিতে শুরু হচ্ছে বাংলায় ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ‘আয়েশা মরিয়ম’।

গরীব ঘরের মেয়ে গুলশিরিন আর বিত্তবান দিলারা ঘটনাক্রমে একই নার্সিং হোমে একই দিনে জন্ম দেয় নিজ নিজ সন্তানের, কিন্তু নার্সের ভুলের কারণে তাদের মেয়ে বদল হয়ে যায়। ১৫ বছর পর আজ যখন সেই আয়েশা আর মরিয়ম কিশোরী, তখন সত্য জানা যায়। কিন্তু দুইজনের জীবনযাপন যে সম্পূর্ণই আলাদা, তাহলে তারা কিভাবে পারবে একে অন্যের পরিবেশের সঙ্গে তাল মিলাতে?

অন্যদিকে, দুই মায়ের অবস্থাও করুন- একদিকে সেই মেয়ে যাকে ১৫টা বছর ধরে বড় করেছেন, অন্যদিকে নিজের আপন মেয়ে, যার জন্যেও মনটা কেঁদে উঠে। এই নিয়ে ২ পরিবারের বিরোধ যখন তুঙ্গে তখন স্বামী পরিত্যক্তা গুলশিরিনের জীবনে বহুবছর পরে প্রেমের ঝড় উঠে কিন্তু প্রেমিক যে জিহান, যে কিনা তার আসল মেয়ের ভুল বাবা।

পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি ‘আয়েশা মরিয়ম’ এবং জীবন ঘনিষ্ঠ নির্ভর একটি গল্প।

আজ (১ ডিসেম্বর) থেকে প্রতিদিন রাত সাড়ে ৮টায় ও রাত ১০টায় এশিয়ান টেলিভিশনের পর্দায় প্রচার হবে ‘আয়েশা মরিয়ম’।

এ সম্পর্কিত আরও খবর