মহান বিজয়ের মাসের প্রহর থেকেই পুরো মাসব্যাপী চ্যানেল আই প্রচার করবে মুক্তিযুদ্ধের তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানমালা। এ ধারাবাহিকতায় শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ‘বাড়ি’ সিক্যুয়েলের গল্প নিয়ে এবার নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের নাটক ‘পঞ্চাশ বছরের বাড়ি’।
নাটকটির নাট্যরূপ ও পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। ‘বাড়ি’ সিক্যুয়েলের এটি ১৫তম নাটক।
এবারের নাটকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে মামুনুর রশীদ, আবদুল্লাহ রানা, আগুন, নাদিয়া নদী ও অবিদ রেহানকে।
নাটকটির গল্পে দেখা যাবে- চার বন্ধু একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছে। এক সময় কিনে রাখে বিশাল এক জমি। স্বপ্ন ছিলো, যুদ্ধ শেষে এক লাইব্রেরি করবে। সেখানে থাকবে শুধু যুদ্ধ স্মৃতি। কিন্তু পঞ্চাশ বছর পর সব স্বপ্ন ওলোট-পালট হয়ে যায়। ঘটতে থাকে নানা ঘটনা।
আগামী ১৬ ডিসেম্বর রাত ৮টায় নাটকটি চ্যানেল আইতে দেখানো হবে।