বলিউডকে পেছনে ফেলে অস্কারে অসমিয়া ছবি ‘ভিলেজ রকস্টার্স’

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক | 2023-08-28 11:21:07

 

‘অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’ তথা ‘অস্কার’ পৃথিবীর সবচেয়ে মর্যাদাকর চলচ্চিত্র পুরস্কার।

৯১তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের বিদেশি ভাষার ছবি বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করবে অসমিয়া ভাষার ছবি ‘ভিলেজ রকস্টার্স’।

অস্কারে ভারতীয় ছবি হিসেবে নির্বাচিত হওয়ার জন্য ‘ভিলেজ রকস্টার্স’কে বেশ কয়েকটি নামি ছবির সঙ্গে পাল্লা দিতে হয়েছে।

এর মধ্যে উল্লেখযোগ্য আলিয়া ভাটের ‘রাজি’, দীপিকা পাড়ুকোনের ‘পদ্মাবত’, অক্ষয় কুমারের ‘প্যাডম্যান’, সুজিত সরকারের ‘অক্টোবর’।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/22/1537619556664.jpg

এসব ছবির সঙ্গে ‘ভিলেজ রকস্টার্স’-এর মতো একটি আঞ্চলিক ছবি পাল্লা দিয়ে এগিয়ে থাকবে কে ভেবেছিল!

‘ভিলেজ রকস্টার্স’ অন্যান্য আঞ্চলিক বাণিজ্যিক ছবির মতো নয়। অস্কার দৌড়ে শামিল হওয়াই তা বুঝিয়ে দিলো।

২০১৭ সালের ৮ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘ভিলেজ রকস্টার্স’।

ছবিটি পরিচালনা করেছেন রিমা দাস।

ভারতের ৬৫তম জাতীয় পুরস্কারে সেরা ফিচার ফিল্ম হয়েছিলো ‘ভিলেজ রকস্টার্স’।

এছাড়া সেরা শিশুশিল্পী, সেরা লোকেশন, সাউন্ড রেকর্ডিস্ট ও সেরা সম্পাদনা পুরস্কারও দখলে নেয় ছবিটি।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/22/1537619571511.jpg

শুধু জাতীয় পুরস্কার নয়, দেশের বাইরেও একাধিক জায়গায় অংশ নিয়েছে ‘ভিলেজ রকস্টার্স’। এর মধ্যে উল্লেখযোগ্য টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৭ (ডিসকভারি সেকশন) ও কান চলচ্চিত্র উৎসব ২০১৭।

তালিকায় আরও আছে সান সেবাস্তিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৭ (নিউ ডিরেক্টরস কম্পিটিশন), গ্লাসগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, গুয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

এ সম্পর্কিত আরও খবর