এবার পুজোয় এলাম ফিরে..

সুরতাল, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-08-26 11:40:44

ক’দিন পরই শারদীয় দূর্গাপূজা।

এই উপলক্ষে ‘আগমনী গান’ নিয়ে এসেছে কলকাতার একটি সংঘ।

নাকতলা উদয়ন সংঘ নামক প্রতিষ্ঠানটি জানাচ্ছে-

নতুন প্রজন্মের কাছে দুর্গার আগমনী গানকে পৌঁছে দেওয়ার জন্য নাকতলা উদয়ন সংঘের এবারের এই প্রয়াস। আর এই গানের মধ্য দিয়ে সংগীতপ্রেমীরা এবারের কলকাতার পুজোয় নতুন করে খুঁজে পাবেন আশা আর অমিতকে।

হ্যাঁ, গানটি গেয়েছেন আশা ভোঁসলে এবং অমিত কুমার।

‘এবার পুজোয় এলাম ফিরে আবার কলকাতায়, সুরে তুমি গানে তুমি..’- এমন কথার গানটি লিখেছেন উৎপল দাস।

সুরারোপ করেছেন শিলাদিত্য রাজ।

বছর কয়েক আগেও শারদীয় দুর্গাপূজার অন্যতম আকর্ষণ ছিলো ‘পূজার গান’।

প্রায় সব জনপ্রিয় এমনকী নতুন শিল্পীরাও তখন বের করতেন নতুন নতুন অ্যালবাম।

সেই সব গানের কদরও ছিলো তখন।

অপেক্ষা ছিলো সংগীতপ্রেমীদের।

আলোচনাও হতো খুব, অ্যালবাম মুক্তির পর; কার গান কেমন হিট, কোন অ্যালবামের বিক্রি কেমন ইত্যাদি নিয়ে।

এখন আর সেসব হয় না।

তবুও কেউ কেউ অপেক্ষা করে থাকেন পূজা এলেই, আসবে আবারও নতুন গান।

তাদেরই চাহিদা মেটাবে এবার আশা ভোঁসলে এবং অমিত কুমার।

সেই অপেক্ষাই করছে ‘আগমনী গান’ নিয়ে আসা নাকতলা উদয়ন সংঘ।

এ সম্পর্কিত আরও খবর