১০০ টাকায় ‘ন ডরাই’!

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 18:27:04

মাত্র ১০০ টাকা টিকেট মূল্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ছবি ‘ন ডরাই’ দেখার অপূর্ব সুযোগ দিচ্ছে স্টার সিনেপ্লেক্স।

আগামী ১২ ফেব্রুয়ারি থেকে স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় চলবে ছবিটি। আর এ ছবির টিকেট মাত্র ১০০ টাকায় পাবেন দর্শকরা।

স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল জানান, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় ‘ন ডরাই’ নিয়ে নতুন করে অনেকের কৌতুহল তৈরি হয়েছে। সেই সাথে যারা আগে দেখতে পারেননি তাদেরকে দেখার সুযোগ করে দিতে ছবিটি পুনরায় হলে আনছি আমরা। দর্শকদের সুবিধার্থে টিকেটের মূল্য সহজলভ্য করা হয়েছে। আশা করছি দর্শকরা সুযোগটা উপভোগ করবেন।’

উল্লেখ্য, সম্প্রতি ঘোষিত ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার-এ সেরা চলচ্চিত্রসহ ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জয় করেছে স্টার সিনেপেপ্লক্স প্রযোজিত প্রথম ছবি ‘ন ডরাই’। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা চিত্রনাট্য, সেরা সাউন্ড ডিজাইন, সেরা সিনেমাটোগ্রাফি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ছবিটি।

ছবির প্রযোজক স্টার সিনেপেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল। ছবিটির ভাবনাও তার। দেশের প্রথম নারী সার্ফার নাসিমার জীবনের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটি নির্মাণের কথা ভাবেন তিনি।

রুহেল বলেন, ‘নাসিমা নারীর শক্তির প্রতীক। ‘ন ডরাই’-এর মাধ্যমে নারীর সংগ্রাম, সাহসিকতা এবং শক্তিমত্তার কথা তুলে ধরতে চেয়েছি আমরা। পাশাপাশি আমাদের কক্সবাজার সমুদ্র সৈকতের সৌন্দর্য এবং বিশালতার বিষয়টিও তুলে ধরার চেষ্টা করেছি।’

এ ছবির আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, এর অভিনেতা-অভিনেত্রী, কলাকুশলীসহ সংশিষ্ট প্রায় সকলেই নতুন। দেশের সিনেমাপ্রেমী মানুষদের জন্য বিশ্বমানের আধুনিক সিনেমা হল উপহার দেয়ার পাশাপাশি চলচ্চিত্রশিল্পকে এগিয়ে নিতে স্টার সিনেপ্লেক্সের নানামুখী প্রয়াস বিশেষভাবে প্রশংসিত। দেশীয় চলচ্চিত্রের পৃষ্ঠপোষকতায় এই মাল্টিপ্লেক্স সিনেমা হল কতৃপক্ষ বরাবরই সচেষ্ট। তাই চলচ্চিত্র নির্মাণেও যুক্ত হয়েছেন তারা। গতানুগতিকতার বাইরে গিয়ে ভিন্নধর্মী সিনেমা নির্মাণের চ্যালেঞ্জ নিয়েছেন।

২০১৯ সালের ২৯ নভেম্বর মুক্তি পায় স্টার সিনেপেক্স প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘ন ডরাই’। সার্ফিং নিয়ে নির্মিত দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র এটি। ছবিটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুনেহরা বিনতে কামাল। আরো আছেন সাঈদ বাবু, শরীফুল রাজসহ অনেকে।

এ সম্পর্কিত আরও খবর