তেলেঙ্গানার মানসার মাথায় উঠলো মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড’র মুকুট

বিবিধ, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 21:30:42

পেশায় ইঞ্জিনিয়ার মানসা বারাণাসীরর মাথায় উঠলো ভিএলসিসি ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২০-এর মুকুট।

গত ১০ ফেব্রুয়ারি মুম্বাইয়ে আয়োজিত হয়েছে ভিএলসিসি ফেমিনা মিস গ্র্যান্ড ইন্ডিয়া-২০২০। অনুষ্ঠানে সেরা সুন্দরী হিসেবে ঘোষণা করা হয়েছে ভারতের সেরা তিন সুন্দরীর নাম।

সেরার সেরা মুকুট উঠেছে তেলেঙ্গানার মেয়ে মানসার মাথায়। পাশাপাশি হরিয়ানার মেয়ে মণিকা শেওকান্দের মাথায় উঠেছে ভিএলসিসি ফেমিনা মিস গ্র্যান্ড ২০২০’র মুকুট। অন্যদিকে, উত্তরপ্রদেশের মান্যা সিং পেয়েছেন ফেমিনা মিস ইন্ডিয়া রানার আপের খেতাব।

কিন্তু কে এই মানসা বারাণাসী? পেশায় ইঞ্জিনিয়ার ২৩ বছর বয়সী মানসা। বাড়ি হায়দ্রাবাদে। বাসবী ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশুনো করেন এই মডেল। মিউজিক এবং ভারতনাট্যম নাচের প্রতি তার প্রচণ্ড আগ্রহ।

মণিকা শেওকান্দে, মানসা বারাণাসী ও মান্যা সিং

মানসা বই পড়তে ভালবাসেন। পাশাপাশি মিউজিক, যোগা এবং বরফে স্কেটিং ভালবাসেন। তিনি কোনো বিষয়কে গভীরভাবে পর্যবেক্ষণ করতে ভালবাসেন।

মানসার সবথেকে বড় অনুপ্রেরণা প্রিয়াঙ্কা চোপড়া। কারণ বলিউডের এই অভিনেত্রী সব কিছুর উর্ধ্বে গিয়ে নাচ, গান, সিনেমা, ব্যবসা, সামাজিক কাজ যে কোনো দিকে নিজেকে মেলে ধরতে পারেন।

জানা গেছে- আন্তর্জাতিক মঞ্চে প্রতিযোগিতার ৭০তম ‘মিস ওয়ার্ল্ড ২০২০’র আসরে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবেন তারা।

এ সম্পর্কিত আরও খবর