ছটকু আহমেদ পেলেন আজীবন সম্মাননা

সিনেমা, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-08-30 15:32:06

বরেণ্য চিত্রনির্মাতা ও চিত্রনাট্যকার ছটকু আহমেদ।

চলিচ্চিত্রে অভিষেক হয় ১৯৭২ সালে।

'তিতাস একটি নদীর নাম' চলচ্চিত্রে নির্মাতা ঋত্বিক ঘটকের সহকারী পরিচালক হিসেবে।

আর থেমে থাকেনননি।

কাজ করেছেন বহু চলচ্চিত্রে।

চিত্রনাট্য,কাহিনী ও সংলাপ রচনা করেছেন প্রায় সাড়ে তিনশত'র ও বেশি গল্পের।

নির্মাণ করেছেন এক ডজনেরও বেশি চলচ্চিত্র।

এমন অসামান্য অবদানের কারণে বিভিন্ন সময় পুরস্কারও পেয়েছেন ছটকু আহমেদ।

এবার পেলেন আজীবন সম্মাননা।

সম্প্রতি কানাডার টরেন্টোতে স্কারবুরো কেনেডি কনভেনশন হলে এই সম্মাননায় ভূষিত করা হয় তাকে।

এর আগে, গত শনিবার গণভবনে প্রধানমন্ত্রী 'আইডিইবি' স্বর্ণপদক পেলেন ছটকু আহমেদ।

তিনি এরইমধ্যে চলচ্চিত্র পরিচালক সমিতি ও শিল্পী ঐক্যজোটের আজীবন সদস্যপদও পেয়ে গেছেন।

একটি অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মান দেওয়া হয় তাকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী ঐক্যজোটের সভাপতি ডিএ তায়েব, সাধারণ সম্পাদক জিএম সৈকত, চলচ্চিত্র পরিবারের আহবায়ক ও প্রবীণ অভিনেতা ফারুক, বাংলাদেশ পুলিশের ডিআইজি হাবিবুর রহমান প্রমুখ।

সেখানে ছটকু আহমেদ বললেন-

শিল্পী ঐক্যজোট থেকে আজীবন সদস্যপদ পাওয়ায় আমি কৃতজ্ঞ। শিল্পী ঐক্যজোট শিল্পীদের নিয়ে কাজ করে। নির্মাতা, শিল্পীসহ নির্বিশেষে সবার কল্যাণে পাশে দাঁড়ায়। আমি চেষ্টা করব সংগঠনটির সকল ইতিবাচক কমর্কান্ডের সঙ্গে নিজে সম্পৃক্ত থাকতে।

এ সম্পর্কিত আরও খবর