মিস্টার বিন বাংলাদেশে!

সংস্কৃতি অঙ্গন, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-12-13 20:14:22

অভিনেতা রোয়ান এ্যাটকিনসনকে ‘মিস্টার বিন’ নামেই চেনে বাংলাদেশীরা।

তার ভক্তের সংখ্যাও নেহায়েত কম নয় এদেশে।

শিশু-কিশোররা তো বটেই, বড়রাও মুগ্ধ হয়ে দেখে তার অভিনয়।

এবার আসছে সবার জন্য দারুণ একটি সুযোগ।

মিস্টার বিন আসছেন ঢাকায়!

ঘটনা হচ্ছে-

রোয়ান এ্যাটকিনসন তথা মিস্টার বিনের নতুন ছবি ‘জনি ইংলিশ স্ট্রাইকস এগেইন’।

এটি মুক্তি পেতে যাচ্ছে ঢাকার বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে, ২৮ সেপ্টেম্বর।

যুক্তরাষ্ট্র (৫ অক্টোবর মুক্তি) এবং যুক্তরাজ্যের (২৬ অক্টোবর মুক্তি) আগেই বাংলাদেশের দর্শকরা বড় পর্দায় দেখতে পাবে এই চলচ্চিত্রটি।

কমেডি নির্ভর ‘জনি ইংলিশ স্ট্রাইকস এগেইন’ পরিচালনায় ডেভিড কের।

এর প্রধান চরিত্রে মিস্টার বিন তো আছেনই, এছাড়াও থাকছেন বেন মিলার, এমা থম্পসনসহ আরো অনেকে।

চলচ্চিত্রটিতে মিস্টার বিনকে দুধর্ষ গোয়েন্দা হিসেবে দেখা যাবে।

কঠিন কঠিন সব রহস্যের অভিযান শক্তহাতে জয় করবেন তিনি।

দেখুন ট্রেইলারঃ

‘জনি ইংলিশ স্ট্রাইকস এগেইন’ চলচ্চিত্রটি ‘জনি ইংলিশ’ সিরিজের তৃতীয় নির্মাণ।

প্রথমটি (জনি ইংলিশ) মুক্তি পায় ২০০৩ সালে।

দ্বিতীয়টি (জনি ইংলিশ রিবর্ন) মুক্তি পায় ২০১১ সালে।

এগুলো বক্স অফিসে তুমুল সাফল্য পায়।

উল্লেখ্য-

৬৩ বছর বয়সী অভিনেতা রোয়ান অ্যাটকিনসন এর আগেই অবসর নিয়েছেন ‘মিস্টার বিন’ সিরিজ থেকে।

‘জনি ইংলিশ স্ট্রাইকস এগেইন’ও হতে পারে ‘জনি ইংলিশ’ সিরিজে তার শেষবারের মতো অভিনয়।

এ সম্পর্কিত আরও খবর