শুরুতে নাচে আগ্রহ থাকলেও মায়ের ইচ্ছেতেই গানে আসা।
২০০৯-এ চ্যানেল আই সেরাকন্ঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে তাক লাগিয়ে দেন সবাইকে।
গান ছাড়াও প্রায় নিয়মিতই করেছেন উপস্থাপনা, নাচ, অভিনয় এবং মডেলিং।
এই সম্মাননা প্রদানের আয়োজক ‘বেটার বাংলাদেশ ফাউন্ডেশন’ (বিবিএফ)।
কোনাল বলছেন-
বিবিএফ সংগঠনটি বাংলাদেশকে বিশ্বের কাছে ব্রান্ডিং করছে। এত বড় একটি আন্তর্জাতিক মানের সংগঠন আমাকে সম্মাননা দিয়েছে, এতে আমি খুবই খুশি। যে সম্মান সংগঠনটি আমাকে দিয়েছে, চেষ্টা করবো সেটি কাজ দিয়ে সেটি ধরে রাখার জন্য।
এছাড়াও ‘বেটার বাংলাদেশ ফাউন্ডেশন’কে ধন্যবাদ দিয়েছেন কোনাল।
সেখানে উপস্থিত ছিলেন- তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লিকেন, অস্ট্রেলিয়ার হাই কমিশনার জুলিয়া নিবলেট সহ আরও অনেকে।
গানের জন্য এর আগেও সম্মাননা পেয়েছেন কোনাল।
গত বছর পেয়েছেন দেশের ইংরেজি গণমাধ্যম ‘দ্য ডেইলি স্টার’ থেকে ‘মোস্ট ইয়ুথ আইকন ভার্সেটাইল সিঙ্গার’ এর পুরস্কার।