প্রথম ছবিতেই সেরা সিয়াম

সিনেমা, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-08-14 11:46:18

সাঁকো, দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাণকারী প্রতিষ্ঠান।

এই প্রতিষ্ঠানটি বরাবরের মতো এবারও প্রদান করলো ‘সাঁকো টেলিফিল্ম অ্যাওয়ার্ড’।

সম্প্রতি আয়োজিত হয়েছে ‘সাঁকো টেলিফিল্ম অ্যাওয়ার্ড ২০১৮’ প্রদান অনুষ্ঠান।

জুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অভিনয়, নাচ, উপস্থাপনা, সাংবাদিকতা এবং সংগীতের উপর মনোনয়ন দেওয়া হয়েছে পুরস্কারপ্রাপ্তদের।

এবারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা।

পুরস্কারপ্রাপ্তরা তার হাত থেকেই গ্রহণ করেছেন নিজ নিজ সম্মাননা।


সেখানেই প্রথমবারের মতো পুরস্কার পেলেন অভিনেতা সিয়াম আহমেদ, ‘পোড়ামন ২’ ছবির প্রধান চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য।


এটিই ছবির জন্য তার জীবনের প্রথম পাওয়া কোনো পুরস্কার।

তিনি বলছেন-

চলচ্চিত্রে অভিনয়ের জন্য ‘সাঁকো টেলিফিল্মের অ্যাওয়ার্ড’ই আমার প্রথম অ্যাওয়ার্ড। তাই এই অ্যাওয়ার্ড আমার কাছে অনেক সম্মানের, অনুপ্রেরণার এবং সারাজীবন মনে রাখার মতো। এই অ্যাওয়ার্ড আরো ভালো কাজ করার গতি বাড়িয়ে দেবে।

এই অনুষ্ঠানে সিয়াম ছাড়াও শ্রেষ্ঠ নাট্যাভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন ইরফান সাজ্জাদ, শ্রেষ্ঠ নাট্যাভিনেত্রী হিসেবে তানজিন তিশা এবং বিশেষ জুরি অ্যাওয়ার্ড পেয়েছেন আইরিন।

কন্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদকে দেওয়া হয় আজীবন সম্মাননা এবং বিশেষ সম্মাননায় ভূষিত হন প্রযোজক আব্দুল আজিজ।

এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে আরো সম্মাননা লাভ করেন- নকুল কুমার বিশ্বাস, পুতুল, হৈমন্তী রক্ষিত, লিখন রায়, শানামা, সাইফ খান, বুশরা চৌধুরী, জাভেদ কারদার।

এ সম্পর্কিত আরও খবর