ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায়। এক দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন বাংলা টেলিভিশনে। কিছুদিন আগে ‘জয় বাবা লোকনাথ’ ধারাবাহিকে লোকনাথ চরিত্রে অভিনয় দারুণ সাড়া ফেলেছেন তিনি। এবার রোজা পালন করে আলোচনায় আসলেন এই অভিনেতা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে রোজা পালনের কথা নিজেই জানিয়েছেন ভাস্কর চট্টোপধ্যায়।
গত ১৪ এপ্রিল থেকে শুরু হয়েছে রমজান। চলবে আগামী ১৩ মে পর্যন্ত। এই এক মাসই নিষ্ঠার সঙ্গে রোজা পালন করবেন বলে জানিয়েছেন ভাস্কর।
কিন্তু হঠাৎ রমজানের রোজা রাখা হচ্ছে কেনো? এমন প্রশ্নের উত্তরে ভাস্কর জানান, হিন্দু-মুসলিম একতাই তার লক্ষ্য। পাশাপাশি কাশ্মীরের মানুষদের প্রতি শ্রদ্ধা জানাতেও এক ধরে উপোস করার কঠিন ব্রত নিয়েছেন তিনি।
এছাড়া ‘জয় বাবা লোকনাথ’ ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে তিনি জানতে পেরেছিলেন, লোকনাথ নিজেও কোরআন শরীফ পাঠ করতেন। তার সেই আচরণ ভাস্বরের মন ছুঁয়ে গিয়েছিলো। সেই থেকেই রোজা রাখার অনুপ্রেরণা পান তিনি।
ভাস্কর আরও জানান, ইন্ডাস্ট্রির অনেক মুসলিম কলাকুশলী রয়েছেন যারা রোজা রেখেই দিনের পর দিন কাজ করে যাচ্ছেন। তাদের সম্মান জানাতেই তার এই সিদ্ধান্ত।
রোজা রাখা নিয়ে ভাস্করের বাবার শুরুতে একটু অমত ছিলো। তবে তিনি পরে আপত্তি করেননি বলে জানান এই অভিনেতা।