বিনামূল্যে অক্সিজেন কনসেনট্রেটর পৌঁছে দেবেন সুনিল শেঠি

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-21 13:48:48

করোনার সেকেন্ড ওয়েভ আছড়ে পড়েছে ভারতে। যেখানে প্রতিদিন তিন লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন, সেখানে কম পড়তে শুরু করেছে অক্সিজেন, করোনা চিকিৎসার ওষুধ ও হাসপাতালের বেড। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারকারা।

এরইমধ্যে কোভিডে আক্রান্তদের সাহায্যের জন্য এক কোটি রুপি অনুদান দিয়েছেন অক্ষয় কুমার।

করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে মুম্বাইয়ের শিবাজি পার্কে করোনা রোগীদের জন্য ২০ বেডের আইসিইউ ইউনিট তৈরির জন্য বৃহানমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনকে ১ কোটি রুপি আর্থিক সহায়তা দিয়েছেন অজয় দেবগণ।

এবার করোনা রোগীদের সাহায্যে এগিয়ে এলেন সুনীল শেঠি। কেভিএন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ফ্রি অক্সিজেন কনসেনট্রেটরের যোগান দেবেন তিনি।

এই প্রসঙ্গে এক টুইটবার্তায় বলিউডের এই অভিনেতা লেখেন, ‘আমরা একটা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি। শুধু আশার আলো এখানেই মানুষ মানুষের সাহায্যে এগিয়ে আসছে। বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণে কেভিএন ফাউন্ডেশনের উদ্যোগে সামিল হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’

অন্যদিকে, স্বামী অক্ষয় কুমারের সঙ্গে মিলে ১০০ অক্সিজেন কনসেনট্রেটরের যোগান দেওয়ার ঘোষণা দিয়েছেন টুইঙ্কেল খান্নাও।

এছাড়াও তারকারা যে যার মতো সাহায্য করে যাচ্ছেন। সেই সঙ্গে তারা সকলকে অনুরোধ জানাচ্ছেন। যার যতোটুকু সামর্থ রয়েছে সে যেনো ততোটুকু সাহায্য করে।

এ সম্পর্কিত আরও খবর