ঈদ উৎসব মানেই নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের বিশেষ বিশেষ চমক। যদিও সংখ্যার বিচারে এবার সেই চমকে খানিক টান পড়েছে। কারণ, লকডাউনের নিয়ম মেনে নির্ধারিত ঈদের শুটিং স্থগিত রেখেছেন এই নির্মাতা।
তবে গল্প বলার চমক থাকছে এবারও। লকডাউনের আগমুহূর্তে নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘তাকে ভালোবাসা বলে’। সিএমভি প্রযোজিত এই নাটকের প্রধান দুই পাত্র-পাত্রী আফরান নিশো ও তানজিন তিশা।
আরিয়ান জানান, এটি মূলত দুজন মানুষের একটা মজার জার্নি। যেখানে শুধু প্রেম রয়েছে তা নয়। তারচেয়ে বেশি রয়েছে বন্ধুত্ব।
আরিয়ান বলেন, ‘এটাকে রোমান্টিক গল্প বলা ঠিক হবে না। একেবারে অপরিচিত দুজন মানুষের সঙ্গে হঠাৎ পরিচয় ও বন্ধুত্বের গল্প। এরমধ্যে প্রেম নামের অস্পষ্ট একটা বিষয় তৈরি হয়। যা অনুভব করতে হলে নাটকটি দেখতে হবে।’
‘তাকে ভালোবাসা বলে’র গল্পটি লিখেছেন জোবায়েদ আহসান। এটি সিএমভি’র ইউটিউবে উন্মুক্ত হবে ঈদ আয়োজনে।