দুই প্রজন্ম একপর্দায়, আজ থেকেই

সিনেমা, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-12-28 17:56:41

মৌসুমী-ফেরদৌস এবং মাহি-রোকন, দুই প্রজন্মের দুই জুটি। এবার একসঙ্গে দেখা যাবে তাদের বড়পর্দায়।
মুক্তি পাচ্ছে ‘পবিত্র ভালোবাসা’, চাটগাঁ ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত ছবি। এতে অভিনয় করেছেন এই প্রজন্মের অভিনেত্রী মাহিয়া মাহি এবং অভিনেতা রোকন।

জুটি বেঁধে এবারই প্রথম তারা।
এই ছবির প্রধান চমক নব্বইয়ের পর্দা কাঁপানো নায়িকা প্রিয়দর্শিনী মৌসুমী এবং নায়ক ফেরদৌস।

মৌসুমী বলছেন-

‘পবিত্র ভালোবাসা’ চলচ্চিত্রে সুন্দর একটি গল্প আছে, যা দর্শকের ভালো লাগবে। সোহেল ভাই নিঃসন্দেহে একজন ভালো নির্মাতা। তিনি তার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন ভালোভাবে চলচ্চিত্রটি নির্মাণ করতে। আমি আশাবাদী, এর গল্প দর্শককে মুগ্ধ করবে।

ছবিটিতে আরও একটি চমক কিন্তু আছে।
এর পরিচালক এ কে সোহেল, ‘খায়রুন সুন্দরী’খ্যাত নির্মাতা।

এবং সবচেয়ে বড় চমক, ছবিটি মুক্তি পাচ্ছে আজই (০৫ অক্টোবর ২০১৮)।

ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হচ্ছে এবার।

সেই গতবছর শুরু হয়েছিলো এর শুটিং।
সেন্সর ছাড়পত্রও পাওয়া হয়ে গেছে বেশ আগেই।

তারপর কেবলই মুক্তির অপেক্ষা।

অবশেষে, প্রাথমিকভাবে সারাদেশের ২৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘পবিত্র ভালোবাসা’।

ছবির অন্যান্য চরিত্ররাঃ
সুজন
রেবেকা
আফজাল শরীফ
ইলিয়াস কোবরা প্রমুখ

মায়াদেবী (মৌসুমী) হিন্দু সমাজের পঞ্চায়েত প্রধান। দিদার পাশা (ফেরদৌস) মুসলিম সমাজের পঞ্চায়েত প্রধান। দুজন দুজনকে গভীরভাবে ভালোবাসে। কিন্তু ধর্মীয় অনুশাসনের কারণে দুজনের ভালোবাসা বন্দি। অপরদিকে মায়াদেবীর ছোট ভাই রাহুল (রোকন) ভালোবাসে দিদার পাশার ছোট বোন রোজীকে (মাহি)। তাদের প্রেম-ভালোবাসা কেন্দ্রিক দ্বন্দ্ব-সংঘাত নিয়েই এগিয়েছে গল্প।

 

এ সম্পর্কিত আরও খবর