গোল্ডেন গ্লোব পুরস্কার ফিরিয়ে বর্ণবিদ্বেষের প্রতিবাদ করলেন টম ক্রুজ

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 22:33:57

হলিউড ফরেন প্রেস অ্যাসোশিয়েশনের (হেপা) পক্ষ থেকে প্রদান করা হয়ে থাকে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। কিন্তু সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধেই উঠলো বর্ণবিদ্বেষমূলক এবং নারী-বিদ্বেষী মন্তব্যের অভিযোগ।

এর জের ধরে গত ১০ মে মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এনবিসি গোল্ডেন গ্লোব পুরস্কারের ২০২২ সালের সম্প্রচারণ বাতিল করে দিয়েছে।

জানা গিয়েছে- এই সংস্থার ৮৭ সদস্যের মধ্যে একজন কৃষ্ণাঙ্গ সাংবাদিক নেই, সকলেই শ্বেতাঙ্গ। এরপর থেকেই হেপা-কে নিয়ে ক্ষুদ্ধ হলিউডের একটা বড় অংশ।

নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিওর মতো স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং স্টুডিওগুলো প্রতিবাদ জানিয়েছে। সেই প্রতিবাদে শামিল হয়েছেন টম ক্রুজ। নিজের তিনটি গোল্ডেন গ্লোব পুরস্কার ফিরিয়ে দিয়েছেন এই হলিউড তারকা।

টম ক্রুজ ১৯৯০ সালে প্রথম গোল্ডেন গ্লোবের মঞ্চে সেরা অভিনেতার পুরস্কার জেতেন, ‘ব্রন অন দ্য ফোর্থ অব জুলাই’ ছবির জন্য, এরপর ১৯৯৭ সালে ‘জেরি ম্যাগিউর’ ও ২০০০ সালে ‘ম্যাগনোলিয়া’ ছবির জন্য সেরা সহ-অভিনেতার পুরস্কার পান টম।

টম ক্রুজের পাশাপাশি হেপার বিরুদ্ধে সুর চড়িয়েছেন হলিউড সুন্দরী স্কারলেট জোহানসনও।

এ সম্পর্কিত আরও খবর