ভ্রমণপ্রেমীদের কাছে সাভারের বিরুলিয়ার সাদুল্লাপুর গ্রামটি পোলাপ গ্রাম নামে পরিচিত। তুরাগ নদীর তীরের এই গ্রামটির এমন নাম হয়েছে গোপাল চাষের জন্য। এবারের ঈদে এই গ্রামের প্রেমের গল্প নিয়ে নির্মাতা মাহমুদুর রহমান হিমি নির্মাণ করেছেন একক নাটক ‘মনের মত বাগান’।
নাটকে গ্রামের তরুণ-তরুণীর চরিত্রে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় মুখ তৌসিফ মাহবুব ও সাফা কবিরকে।
নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা মাহমুদুর রহমান হিমির বক্তব্য, ‘গোলাপকে কেন্দ্র করে নাটকটির গল্প বলা হয়েছে। যেখানে প্রথম ঝগড়া নিয়ে তরুণ-তারুণীর প্রেম শুরু হবে। গল্পে নায়িকা নায়কের কাছে একটি গোলাপ বাগান করে দেওয়ার প্রস্তাব দিবে। সেটা কেন আর কিভাবে জানতে নাটকটি দেখতে হবে।’
নাটকটি প্রসঙ্গে তৌসিফ মাহবুব বলেন, ‘ঈদে বেশ কিছু নাটক আসছে আমার। লকডাউনের আগে গোলাপ গ্রামে গিয়ে নাটকটির শুট করেছি। আশা করি নতুন লোকেশন আর ভিন্ন গল্পের জন্য দর্শক নাটকটি উপভোগ করবেন।’
সাফা কবির বলেন, ‘ঈদ মানে প্রচুর নাটক। এবারে ঈদে বেশ কিছু নাটকে আমাকে দেখা যাবে। গোলাপ গ্রামে গিয়ে শুট করা প্রেমের গল্পের এই নাটকটি দর্শকদের মনে দাগ কাটবে বলে আমি মনে করি।’
জানা গেছে, ‘মনের মত বাগান’ ঈদের দিন রাত ১১টায় দীপ্ত টিভিতে প্রচারিত হবে এবং একই সময়ে দেখা যাবে ঈগল প্রিমিয়ার স্টেশনের ইউটিউব চ্যানেলে।