হাসান এবং মুরাদ নামে দুই ব্যক্তি নিজেদের ভাগ্যের চাকা ঘুড়াতে গাড়ি, বাড়ি ফ্ল্যাটসহ বিয়ে করে দুই ধনীর দুলালীকে। কিন্তু ফলাফলে মুরাদ স্ত্রী হিসেবে পায় বদ মেজাজি তামান্নাকে, সাথে স্ব-ঘোষিত রকস্টার, ভয়ানক শ্বশুর জনাব- ফোরকান আলী বান্টি সাহেবকে।
হাসান পায় সাবালিকা, কিন্তু বাচ্চা কণ্ঠি উদ্ভট চরিত্রের অধিকারিনী মিনিকে। এই দুই ব্যক্তিই খুব তাড়াতাড়ি বুঝতে পারে ভাগ্যের চাকা ঘুড়াতে গিয়ে তারা তাদের লাইফের চাকাই পাংচার করে ফেলেছে।
মুরাদ শ্বশুরের অত্যাচার থেকে বাঁচতে আর অন্যদিকে হাসান স্ত্রীর ছেলেমানুষী দূর করতে তাদের নিজেদেরই খোড়া বিভিন্ন সাইজের গর্তে তারা নিজেরাই একের পর এক পড়তে থাকে। এরকমই বিনোদনে ভরপুর গল্প ও নানা ধরনের মজার সব চরিত্র নিয়ে এগিয়ে যেতে থাকবে ‘বাজিমাত’ নাটকের গল্প।
পাপ্পু রাজের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মুসাফির রনি। এতে অভিনয় করেছেন মীর সাব্বির, সালহা নাদিয়া, নিলয়, মৌসুমী হামিদ, আব্দুল্লাহ রানা, ডা. এজাজ, কল্যাণ কোরাইয়া।
৩০ মে থেকে প্রতি শুক্র, শনি, রবি ও সোমবার রাত ১০টায় আরটিভিতে প্রচার হবে নাটকটি।