করোনা রোগীদের জন্য সেফ হোম খুললেন আবির-সৃজিত

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-20 01:31:54

কিছুদিন আগে সেফ হোম চালু করেছেন দেব ও নুসরাত জাহান। এবার সেই তালিকায় যোগ হলেন সৃজিত মুখার্জী ও আবির চট্টোপাধ্যায়।

‘O2কু সবার’ প্রকল্পের আওতায় বন্ধুদের সঙ্গে মিলে একটি সেফ হোম তৈরির কথা আগেই জানিয়েছিলেন সৃজিত মুখার্জী এবং আবির চট্টোপাধ্যায়। সেই কথাই রাখলেন।

সোমবার (৩০ মে) থেকে শুরু হয়ে গিয়েছে রাসবিহারীর সেফ হোমটি। উদ্যোগে অংশীদার গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব এবং ঢাকুরিয়ার আমরি হাসপাতাল।

২৫ বেডের এই সেফ হোমে ২৪ ঘণ্টা ডাক্তার, নার্স, অক্সিজেন সাপোর্ট থেকে ওষুধ সবই পাওয়া যাবে। ইতিমধ্যেই টুইটারে যোগাযোগের ফোন নাম্বার দিয়েছেন সৃজিত।

এর আগে ‘O2কু সবার’ প্রজেক্টের মাধ্যমেই ভ্রাম্যমাণ অক্সিজেন পরিষেবা শুরু করেন সৃজিত-আবির। শুধু কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়ে ন্যায্য মূল্যে অক্সিজেন পরিষেবা দেওয়া হচ্ছে এই প্রকল্পের আওতায়।

এ সম্পর্কিত আরও খবর