আমার স্বামী, আমার কোহিনূর শিগগিরই বাড়ি ফিরবেন: সায়রা বানু

, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-20 06:47:14

শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত ৬ জুন সকালে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছে দিলীপ কুমারকে।

বলিউডের বর্ষীয়ান এই অভিনেতা হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে প্রতি মুহূর্তে তার শারীরিক অবস্থার আপডেট দিয়ে যাচ্ছেন স্ত্রী সায়রা বানু।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ছবি শেয়ার করেছেন সায়রা বানু। যেখানে দেখা যাচ্ছে, মাথার চুল প্রায় সবই সাদা। চোখ বন্ধ, হাত দু’টো কোলের কাছে মুঠো করা। উদ্বিগ্ন চোখে নিজের দিলীপ সাহেবের দিকে চেয়ে আছেন সায়রা বানু।

দিলীপ কুমারের এই ছবিটি প্রকাশ্যে আসার পরই বলিউডের এই ট্রজেডি কিংয়ের ভক্তদের মন খারাপ হয়ে গেছে। সকলেই তার সুস্থতার জন্য প্রর্থনা করছেন।

এদিকে, সায়রা বানু দিলীপ কুমারের শারীরিক অবস্থার আপডেট জানিয়ে টুইটারে লিখেছেন, “আমার স্বামী, আমার কোহিনূর, আমাদের দিলীপ সাহেবের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাকে খুব শিগগিরই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলেই চিকিৎসকরা আমায় আশ্বাস দিয়েছেন। আমার বিনীত অনুরোধ, দয়া করে কেউ সাহেবের স্বাস্থ্য নিয়ে গুজব ছড়াবেন না। মহামারির এই সময়ে আপনারা সকলে সুস্থ ও ভালো থাকুন এই প্রার্থনাই করি।”

দিলীপ কুমারের প্রকৃত নাম মোহাম্মদ ইউসুফ খান। রূপালি পর্দায় ক্যারিয়ার শুরুর সময় নাম পাল্টান তিনি।

ছয় দশকের অভিনয় জীবনে ‘মধুমতি’, ‘দেবদাস’, ‘মুঘল-এ-আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘রাম অউর শ্যাম’, ‘কর্ম’র মতো অসংখ্য ধ্রুপদী চলচ্চিত্রে দেখা গেছে তাকে।

দিলীপ কুমারকে বলা হয় বড়পর্দার ‘ট্র্যাজেডি কিং’। তাকে এই তকমা এনে দিয়েছে ‘আন্দাজ’, ‘বাবুল’, ‘মেলা’, ‘দিদার’, ‘যোগান’ প্রভৃতি চলচ্চিত্র। সবশেষ ১৯৯৮ সালে ‘কিলা’ ছবিতে অভিনয় করেন তিনি।

১৯৯১ সালে তাকে দেওয়া হয় পদ্মভূষণ। এর তিন বছর পর তিনি পান দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড। ২০১৬ সালে ভারত সরকারের কাছ থেকে পদ্মবিভূষণ খেতাব পান দিলীপ কুমার।

এ সম্পর্কিত আরও খবর