ময়লা ফেলানোর ব্যাগ দিয়ে কোমালের পোশাক তৈরি

বিবিধ, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 13:37:37

ফ্যাশন ইনফ্লুয়েন্সার কোমাল পাণ্ডে। রয়েছে অসংখ্য ভক্ত। কোনো নামি-দামি তারকা না হওয়ার পরও তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা দেড় মিলিয়ন। কেননা প্রায় সময়ই নানা ধরণের টিপস অ্যান্ড ট্রিকস দেখিয়ে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।

সাধারণত নিজের দক্ষতার জন্যই বেশি পরিচিত কোমাল পাণ্ডে। কারণ কখনও তিনি স্কার্ফকে টপসে, আবার কখনও স্কার্টকে পোশাকে পরিণত করে ফেলেন। আর এক শাড়ি দিয়ে বিভিন্ন স্টাইল কিভাবে করা যায় সেটিও নিজের সৃজনশীল স্টাইলিংয়ের মাধ্যমে ভক্তদের শিখিয়ে থাকেন তিনি।

সম্প্রতি ২৭ বছর বয়সী এই ফ্যাশন ইনফ্লুয়েন্সারকে ডাস্টবিনের জন্য ব্যবহৃত কালো পলিথিন ব্যাগ দিয়ে পোশাক তৈরি করে দেখাতে বলেন তার ভক্তরা। আর ভক্তদের সেই অনুরোধ রেখে তিনি তৈরি করে দেখিয়েছেন একটি স্টাইলিশ পোশাক।

ডাস্টবিনের কাজে ব্যবহৃত কালো পলিথিন দিয়ে পোশাক তৈরি করছেন কোমাল

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন কোমাল। যেখানে তিনি দেখিয়েছেন ডাস্টবিনের কাজে ব্যবহৃত কালো পলিথিন ব্যাগ দিয়ে কিভাবে পোশাকটি তৈরি করেছেন।

কোমালের তৈরি পোশাকটি দেখার পর তার অনেক ভক্ত মন্তব্য করেছেন যে, এই পোশাকটি বর্ষাতেও টিকে থাকবে।

এ সম্পর্কিত আরও খবর