প্রথমবার একই নাটকে দেখা মিলবে এ প্রজন্মের তিন তরুণ অভিনয়শিল্পী আবু হুরায়রা তানভীর, দোলন দে এবং আফফান মিতুলের। নাটকের নাম ‘মোহ’।
জান্নাত ভালোবাসে বিশ্ববিদ্যালয় পড়ুয়া মিতুলকে। এদিকে মিতুলের সঙ্গে পরিচয়ের আগেও জান্নাত ভালোবাসতো শিশিরকে। তাহলে কি শিশিরের প্রতি জান্নাতের শুধুই মোহ ছিলো যেটাকে শিশির ভালোবাসার নাম দিয়েছে নাকি মিতুলের প্রতি শুধুই জান্নাতের মোহ কাজ করে যেটাকে সে ভালোবাসা ভাবছে। কোনটা ভালোবাসা আর কোনটা মোহ- জান্নাতের এই দ্বিধাদ্বন্দের গল্প নিয়েই এগিয়ে যাবে নাটকের কাহিনি।
আফফান মিতুলের গল্পে নাটকটি নির্মাণ করেছেন রানা ইব্রাহীম। এতে মূখ্য ভূমিকায় ‘মিতুল’ চরিত্রে আবু হুরায়রা তানভীর, ‘জান্নাত’ চরিত্রে দোলন দে এবং ‘শিশির’ চরিত্রে আফফান মিতুল অভিনয় করেছেন।
তানভীর হোসেন প্রযোজিত এই নাটকটিতে আরও অভিনয় করেছেন- তমাল মাহবুব, শিখা মৌ, শরীফ সরকার।
শিগগিরই নাটকটি প্রচার হবে একটি বেসরকারি টিভি চ্যানেলে।
নাটক ছাড়াও বর্তমানে আফফান মিতুল এবং আবু হুরায়রা তানভীর একাধিক চলচ্চিত্রে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন।