“আলহামদুলিল্লাহ। হয়তো আমরা মা-বাবা হতে চলেছি। আমি এবং আমার সহধর্মিনীর জন্য দোয়া করবেন।” সোমবার (২৮ জুন) নিজের ভেরিফায়েড পেজে এমনই একটি পোস্ট করে বাবা হওয়ার খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল।
নোবেল পোস্টটি শেয়ার করার পর থেকেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। সবকিছুই ঠিক ছিলো কিন্তু নোবেল ‘হয়তো’ শব্দটি কেনো লিখলেন? তাহলে কী তিনি বিষয়টি নিয়ে এখনও নিশ্চিত নন? এমনই নানা প্রশ্নের সম্মুখিন হতে হচ্ছে নোবেলকে।
সরকার তাহসিন নামে একজন মন্তব্য করে লিখেছেন, “আলহামদুলিল্লাহ দ্বিতীয় নোবেল, কিন্তু হয়তো কেনো ভাই...।”
আরেকজন লিখেছেন, “হয়তো কাল সূর্য উঠবে না, হয়তো কাল বৃষ্টি থাকবে! এই হয়তোর কোনো অর্থ নেই! হয়তো বাদ দিয়ে সঠিক তথ্য পোষ্ট করুন!”
শুধু হয়তো শব্দটি নিয়েই না। এই পৃথিবীর আলো এখনও যে মানুষটি দেখেনি তার নাম নিয়েও হাসি মজা করতে দেখা গেছে নেটিজেনদের।
এ প্রসঙ্গে ফারিয়া ইসলাম নামে একজন লিখেছেন, “ভাই নাম কি ইয়েস বেল রাখবেন? নো বেল এর ছেলে/মেয়ে ইয়েস বেল। শুভকামনা। আল্লাহ ভালো রাখুক।”
আবার আরেকজন লিখেছেন, “নামটি ‘হয়তো’ রাখবেন নোবেল।”
গত বছরের ৭ মার্চ প্রেমিকা মেহরুবা সালসাবিলের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন মাইনুল আহসান নোবেল।