আজও ভুলিনি

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক | 2023-08-28 02:26:19

হলিউডের মতো বলিউড ইন্ডাস্ট্রিতেও বইছে #MeeToo ঝড়। মাস খানেক আগে এই মুভমেন্টের মাধ্যমে বলিউড অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত।

এরপর একে একে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে অমিতাভ বচ্চন, সালমান খান, অলোক নাথ, বিকাশ বেল, কৈলাশ খের, আনু মালিক, সাজিদ খানসহ প্রমুখের বিরুদ্ধে।

চমকপ্রদ তথ্য হলো- শুধু নারীরা নয়, হেনস্থার শিকার হতে হয়েছে পুরুষদেরও। সেই তালিকায় রয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলি খানও। ২৫ বছর আগে নাকি হেনস্থার শিকার হতে হয়েছে তাকেও।

এ প্রসঙ্গে সাইফ জানান, ‘ক্যরিয়ারে অনেকবারই হেনস্থার শিকার হতে হয়েছে। কিন্তু তা যৌন হেনস্থা নয়। ২৫ বছর আগে আমাকেও সমস্যায় পড়তে হয়েছিল। সেই কথা ভেবে আজও রাগ হয় আমার। অনেকেই অন্যদের বোঝার চেষ্টা করে না। অন্যদের দুঃখ বোঝা অনেক কঠিন। এই বিষয়ে কথা বলতে চায় না, কারণ আজ সেসবের প্রয়োজন নেই। এখন আমাদের নারীদের বিষয়টি মাথায় রাখা উচিত। ‘

সইফ আরও জানান, ‘পুরানো অভিযোগ উঠে এলেও, অভিযুক্তদের শাস্তি হওয়াই উচিত। অনেকে অনেক অপমানিত হয়েছেন এবং তারা বিচারের অপেক্ষায় রয়েছেন। যা হচ্ছে তা একেবারেই ঠিক হচ্ছে না। নারীদের যৌন নীপিড়নে যারা যুক্ত তাদের কঠিন শাস্তি হওয়া উচিত। ‘

এর পাশাপাশি যৌন হেনস্থায় অভিযুক্ত পরিচালক সাজিদ খানের বিষয়ে প্রতিক্রিয়া দেন সাইফ।

সাজিদের ‘হামশাকালস’ ছবিতে কাজ করেছিলেন সইফ। ছবির প্রধান চরিত্রে ছিলেন বিপাশা এবং এশা গুপ্তা। তারাও সাজিদের ব্যবহারে ক্ষুব্ধ হয়েছিলেন।

সইফ জানান, ‘আমি সত্যি জানি না এমন কিছু হয়েছিল কি না। আমারা সামনে এসব হলে আমি কাজ করতে পারতাম না। যেখানে নারীদের অপমান হয় সেই পরিবেশে আমি থাকতে পারব না।’

এখানেই শেষ নয়, অভিনেত্রী ও নারী সংবাদকর্কে হেনস্থার করায় ‘হাউসফুল ফোর’র পরিচালনা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে সাজিদের নাম। এমনকি নানা পাটেকরকেও সরিয়ে ফেলা হয়েছে ছবিটি থেকে।

এ সম্পর্কিত আরও খবর