‘পোড়ামন ২’ ছবিকে ছাড়িয়ে যাবে ‘দেবী’

সিনেমা, বিনোদন

বৃষ্টি শেখ খাদিজা, নিউজরুম এডিটর | 2023-08-28 23:00:15

ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারের মিলনায়তনের প্রবেশ মুখে বসানো হয়েছে লালগালিচা। তবে তারকাদের জন্য নয়। সাংবাদিকদের জন্য ‘দেবী’র প্রযোজক-অভিনেত্রী জয়া আহসানের এই আয়োজন। ছবিটি নিয়ে দেশের গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে সোমবার (১৫ অক্টোবর) রাতে অনুষ্ঠিত হলো ‘মিট দ্য প্রেস’।

উপহারের ব্যাগে রিভাইভের বিভিন্ন পণ্যের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে দৃষ্টিনন্দন একটি কার্ডও দিয়েছেন জয়া। তার কথায়, ‘এটি আমার কাছে অবর্ণনীয় অনুভূতি প্রকাশের মাধ্যম। সাংবাদিক ও কাছের মানুষদের অনুপ্রেরণায় প্রথমবার চলচ্চিত্র প্রযোজনায় আসার সাহস পেয়েছি।’

 জয়ার এই সাহসের প্রশংসা করেন ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি ‘দেবী’র সাফল্য কামনা করেন। একইভাবে সরকারকে ধন্যবাদ জানান জয়া। তার কথায়, “সরকারি অনুদান কমিটির কাছে আমি অনেক কৃতজ্ঞ, তাদের সহায়তা না পেলে ছবিটি করা সম্ভব হতো না। আমার প্রত্যাশা, দর্শকরা হলে গিয়ে ‘দেবী’ দেখবেন। তাদের উৎসাহ পেলে আমাদের মতো নতুন প্রযোজকরা আরও নতুন ছবি বানানোর স্পৃহা পাবো।”

জয়ার জন্য আনন্দের একটি পূর্বাভাস করেছেন ‘দেবী’র পরিবেশনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। তিনি বলেন, “আমি ছবিটি দেখেছি। দেখেই পরিবেশনার দায়িত্ব নিয়েছি। আমার বিশ্বাস, জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘পোড়ামন ২’ ছবিকে ছাড়িয়ে যাবে ‘দেবী’র ব্যবসায়িক সাফল্য।”

এই চলচ্চিত্র প্রযোজক-পরিবেশকের ভবিষ্যদ্বাণী কতটা সত্যি হয় তা বোঝা যাবে আগামী ১৯ অক্টোবর। ওইদিন দেশব্যাপী মুক্তি পাবে ‘দেবী’। এদিকে ‘দেবী’ মুক্তির দিন যত ঘনিয়ে আসছে, নিজের রাতের ঘুম তত হারাম হয়ে যাচ্ছে বলে অনুভূতি জানালেন চঞ্চল চৌধুরী। তিনি অভিনয় করেছেন মিসির আলির ভূমিকায়। হুমায়ূন আহমেদের এই চরিত্র ভীষণ জনপ্রিয়। ‘দেবী’ও অসংখ্য পাঠকের পড়া। তাই কিছুটা চাপ তো থাকছেই। চঞ্চলের কথাবার্তায় তা বোঝাও গেলো, ‘পরীক্ষার ফল প্রকাশের আগের দিন রাতে একজন পরীক্ষার্থীর যেমন লাগে, আমার ব্যাপারটাও অনেকটা তেমন। শেষ কবে ঠিকভাবে ঘুমিয়েছি জানি না। ঘুমাতে গেলে স্বপ্নেও দেখি, আমি বোধহয় এবার ধরা!’

তবে মিসির আলি চরিত্রে অভিনয় করাটা অনেক ভালো লাগার, সেটা জানাতে ভুললেন না চঞ্চল। এই সুযোগ দেওয়ার জন্য জয়াকে ধন্যবাদ দেন তিনি। তার আত্মবিশ্বাস, “সরকারি অনুদানে এ পর্যন্ত যত ছবি হয়েছে, ‘দেবী’ সেগুলোর মধ্যে সবার ওপরে থাকবে। এটি আন্তর্জাতিক মানের একটি ছবি হয়েছে।”

‘দেবী’র মতো একটি ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে বলে আনন্দিত শবনম ফারিয়া। তাকে দেখা যাবে নীলু চরিত্রে। তিনি তো বলেই ফেললেন, ‘সিনেমায় আসার জন্য এর চেয়ে ভালো কিছু আর হতে পারতো না বলে মনে করি আমি। এর চেয়ে বড় সুযোগ আর আসবে না বলেই অভিনয় করে ফেললাম।’

চঞ্চল, জয়া, শবনম ফারিয়াসহ ‘দেবী’ বাহিনী কাজ করেছেন অনম বিশ্বাসের নেতৃত্বে। ‘আয়নাবাজি’র সংলাপ রচয়িতা ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করার অভিজ্ঞতাকে পুঁজি করেই প্রথমবার চলচ্চিত্র পরিচালনা করেছেন তিনি। তার আশা, মিসির আলিকে প্রথমবার বড় পর্দায় দেখতে দর্শকরা সিনেমা হলে আসবেন। এই চরিত্রের যুক্তি ও ভৌতিক আবহের সংমিশ্রণে ছবিটি বানিয়েছেন বলে জানালেন তিনি।

‘দেবী’র একটি গানও লিখেছেন অনম বিশ্বাস। ছবিটির প্রচারণামূলক গানের সংগীত পরিচালক প্রীতম হাসান নিজের ভালো লাগার অনুভূতি জানিয়েছেন।

‘মিট দ্য প্রেস’-এ অন্য অতিথিদের মধ্যে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ সেন্সর বোর্ডের সদস্য হিসেবে এরই মধ্যে ছবিটি দেখে ফেলেছেন। তাদের মন্তব্য, ‘পরিবারকে নিয়ে দেখার মতো একটি ছবি হয়েছে এটি।’

অনুষ্ঠানে আরও অংশ নেন আনিস চরিত্রের অভিনেতা অনিমেষ আইচ। ‘দেবী’র দুটি টিজার, ট্রেলার ও প্রচারণার জন্য নির্মিত একটি গানের ভিডিও দেখানো হয়। খাবার পরিবেশনের সময় মঞ্চের একপাশের পর্দায় চালানো হয়েছে ছবিটি নিয়ে দুই বাংলার ৯০ জন তারকার শুভেচ্ছা বার্তা ভিডিও। এছাড়া দর্শকের পাঠানো পোস্টার ও টিকটক চ্যালেঞ্জ জয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘দেবী’র বিপণন উপদেষ্টা রুম্মান রশীদ খান।

‘দেবী’র শুটিং হয়েছে ঢাকার বেগুনবাড়ি, উত্তরা ও মানিকগঞ্জে। নিজের প্রতিষ্ঠান ‘সি-তে সিনেমা’ ও সরকারি অনুদানে ছবিটি প্রযোজনা করেছেন জয়া। তাকে পর্দায় দেখা যাবে রানু চরিত্রে। এতে আরও অভিনয় করেছেন ইরেশ যাকের। ভারতের অনুপম রায়ও এ ছবির জন্য গান করেছেন।

হ‌ুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাসে যুক্তিবাদী ও কৌতূহলী মিসির আলিকে প্রথম পাওয়া যায়। ‘দেবী’ নিয়ে মঞ্চনাটক হয়েছে ঢাকায়। এবার আসছে চলচ্চিত্র। আগামী মাসে (নভেম্বর) অস্ট্রেলিয়ায় ও পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশেও এর প্রদর্শনী হবে।

এ সম্পর্কিত আরও খবর