হাসপাতালের পথেই মারা যান আইয়ুব বাচ্চু

সুরতাল, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 05:55:06

সকাল ৮ টা ৪০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালের পথে আসতে গাড়িতেই মারা যান সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু বলে জানান স্কয়ার হাসপাতালের পরিচালক মির্জা নাজিম উদ্দিন।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) স্কয়ার হাসপাতালে আইয়ুব বাচ্চুর মারা যাওয়া নিয়ে সংবাদ সম্মেলন করে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, আইয়ুব বাচ্চু দীর্ঘ দিন ধরে হৃদরোগে আক্রান্ত। ২০০৯ সালে তিনি হার্টে রিং পড়িয়েছে। স্বাভাবিক মানুষের হার্টের কার্যক্ষমতা ৭০, কিন্ত তার ছিল ৩০। তাই তিনি মাঝে মাঝে হৃদ রোগে আক্রান্ত হতেন।

সকালে ৯.৪০ মিনিটে হাসপাতালে তাকে নিয়ে আসেন তার গাড়ির ড্রাইভার। গাড়ির ভিতর তার মুখ থেকে লালা পড়ে। যখন তিনি হাসপাতালে ভর্তি হন, তখন তিনি মৃত। আমাদের চিকিৎসকরা ১০/১৫ মিনিট দেখে তাকে মৃত ঘোষণা করেন।

নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু জানান, শুক্রবার (১৯ অক্টোবর) বাদ জুম্মা জাতীয় ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। শনিবারে আইয়ুব বাচ্চুর মরদেহ চট্টগ্রামে নেওয়া হবে। সেখানে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে সমাহিত করা হবে।

এ সম্পর্কিত আরও খবর