চোখ মেললেই জীবন, বন্ধ করলেই আর জীবন নেই

সুরতাল, বিনোদন

বিনোদন ডেস্ক | 2023-08-31 17:17:25

‘চোখ মেললেই জীবন, চোখ বন্ধ করলেই আর জীবন নেই, জীবনের রংটাই এমন’, কথাটি আমার নয়, আইয়ুব বাচ্চুর। জীবন সম্পর্কে নিজের উপলব্ধি বর্ণনা করতে গিয়ে একটি সাক্ষাৎকারে এই উক্তিই করেছিলো বন্ধু আইয়ুব বাচ্চু। অনেক কষ্ট হলেও যার নামের আগে এখন লিখতে হবে প্রয়াত। সেই আশির দশকের শুরু থেকেই বাচ্চুর সঙ্গে সম্পর্ক। তখন বাচ্চু সঙ্গীত শিল্পী ছিল না। জনপ্রিয় ব্যান্ডদল সোলসের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিল। দুর্দান্ত গিটার বাজাত। গিটারে ওর হাতের সঞ্চালন দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম। মনে মনে ভাবতাম বিদেশে এ ধরণের যন্ত্রশিল্পী থাকলে তার খ্যাতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তো।’

‘শুধু গিটারের ঝংকারই নয়, সঙ্গীতশিল্পী হিসাবেও বাচ্চু ছিল সফল এবং জনপ্রিয়। বাচ্চু ছিল আমার অবসরের সঙ্গী। দেখা হতো কম, কথা হতো বেশি। ও ব্যস্ত থাকতো আমিও ব্যস্ত। আমরা থাকতাম পাশাপাশি বাড়িতে। আগে ছিল মগবাজার। হঠাৎ একদিন ফোন করে বললো, ‘আমি তোর পাশে এসেছি’। অবাক হলাম শুনে। তখন বললো এখন থেকে সে ধানমন্ডিতে আমার প্রতিবেশী। পরদিনই স্বপরিবারে বাসায় এলো। অনেক গল্প হলো। ওর প্রাণ খোলা হাসিটা কখনোই ভুলতে পারবো না। আমাদের মধ্যে একটি আত্মীক যোগাযোগ ছিল। ওকে আমি কখনোই গম্ভীর থাকতে দেখিনি। মৃত্যুর একদিন আগেও রংপুরে অনুষ্ঠান করে এসেছে। কে জানতো পরদিনই বাচ্চু আমাদের শোকের সাগরে ভাসিয়ে দিয়ে চলে যাবে না ফেরার দেশে। আসলেই আইয়ুব বাচ্চু বেশ অসময়েই চলে গেলো। বাচ্চুর এই অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। বাচ্চুর আত্মার শান্তি কামনা করছি।’

কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে এভাবেই শোক প্রকাশ করলেন হানিফ সংকেত। জানালেন তার সঙ্গে আইয়ুব বাচ্চুর বন্ধুত্বের কথাটিও।

বৃহস্পতিবার সকাল ১০টার কিছুক্ষণ আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বাংলাদেশের ব্যান্ড জগতের জনপ্রিয় এই শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তার মৃত্যুতে সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। গানের মানুষরা স্কয়ার হাসপাতালে একে একে সমবেত হচ্ছেন।

এলআরবি ব্যান্ডের সাউন্ড ইঞ্জিনিয়ার শামীম জানান, গত ১৬ অক্টোবর রাতে রংপুরে একটি কনসার্টে সংগীত পরিবেশন করেন আইয়ুব বাচ্চু। সেখান থেকে বুধবার দুপুরে বিমানে ঢাকায় ফেরেন তিনি। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে গ্লাসে পানি পান করছিলেন আইয়ুব বাচ্চু। হঠাৎ তার হাত থেকে গ্লাস পড়ে যায়। এরপরই অচেতন হয়ে পড়েন তিনি। গাড়িচালক তাকে স্কয়ার হাসপাতালে হাসপাতালে নিয়ে যান। সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একটি সূত্র জানিয়েছে, আইয়ুব বাচ্চুর হৃদযন্ত্রের পাম্পিং আশঙ্কাজনক হারে কমে এসেছিল। এ কারণে দুই দিন আগেও স্কয়ার হাসপাতালে চেকআপ করিয়েছেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর