দেবীতে সাড়া, দর্শকদের ভালোবাসায় অভিভূত জয়া-ফারিয়া

সিনেমা, বিনোদন

উবায়দুল হক, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | 2024-01-12 21:24:49

কলকাতার চেয়েও তাকে নিয়ে ময়মনসিংহের দর্শকদের উন্মাদনা কোন অংশে কম নয়। দর্শকদের স্বত:স্ফূর্ত এমন ভালোবাসায় তিনি অভিভূত। উপস্থাপক রুম্মান রশীদের প্রশ্নের জবাবে সেটি স্বীকারও করে নিলেন ‘দেবী’ সিনেমার কেন্দ্রীয় ‘রানু’ চরিত্রে অভিনয় করা জয়া আহসান। বললেন, ‘দর্শকদের এমন ভালোবাসা রাখবো কী করে ভাবছি। এত ভালোবাসা!’

 

এ তো গেলো শুধু জয়ার কথা। টিভি পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়াও ‘নীলু’ চরিত্রে দেবীতে অভিনয় করে সাড়া ফেলেছেন। সিনেমা পাগল ময়মনসিংহের দর্শকদের আন্তরিকতা ও ভালোবাসা কৃতজ্ঞতার বন্ধনে বেঁধেছে যেন তাকেও। স্বভাবতই বাংলা চলচ্চিত্রের এই নতুন নায়িকা বললেন, ‘অসুস্থতার কারণে আমি আজ না আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু জয়া আপা আমাকে বললেন ছায়াবাণীর দর্শকরা হচ্ছে প্রকৃত বাংলা সিনেমাপ্রেমিক। তুমি যদি না যাও তাহলে এই অভিজ্ঞতাটা মিস করবা। তাই না এসে আর পারলাম না।’

বর্তমান চলচ্চিত্রের নতুন ধারার ছবি ‘দেবী’র প্রচারণায় অংশ নিতে শনিবার (২০ অক্টোবর) রাতে ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা হলে এসেছিলেন জয়া আহসান, শবনম ফারিয়াসহ দেবীর টিম। দর্শকনন্দিত এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছে জনপ্রিয় সাহিত্যিক প্রয়াত হুমায়ুন আহমেদের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে।

মূলত এ সিনেমার প্রচারণায় এখন ব্যস্ত সময় পার করছেন জয়া আহসান। জম্পেশ প্রচারণা চালাতেই দেবীর পুরো টিম নিয়ে গাজীপুরের টঙ্গীর পর ময়মনসিংহ ঘুরে যান তিনি।

টালিগঞ্জেও ঝড় তোলা এই অভিনেত্রী বলেন, ‘ময়মনসিংহ আমার ভীষণ প্রিয় একটি জায়গা। হুমায়ুন স্যারের সবচেয়ে কাছের ও নিজের যে জায়গাটা সেই জায়গার মানুষ আমাদের এত ভালোবাসা দিচ্ছে। আমরা অপেক্ষায় ছিলাম আমরা কবে আসবো ছায়াবানীতে। হুমায়ুন স্যারের ছবির পাবলিসিটি করতে আসবো। স্যারের দর্শকদের সাথে কথা বলবো। আপনাদের ভালোবাসা পেয়ে আমি সত্যিই ভাগ্যবান মনে করছি নিজেকে।’

দর্শকদের ভালোবাসায় আপ্লুত জয়া বলেন, ‘আমিও কিন্তু জয়া ভুলে গেছি, এখন আমি একেবারেই রানু।’ ‘মিসির আলী’ খ্যাত চঞ্চলকে নিয়ে আবার এখানে আসার প্রতিশ্রুতিও দেন তিনি।

জয়া আহসান ছবিটির প্রচারণায় এসে শুধু যে কথাই বললেন তাই কিন্তু নয়, তিনি গলা ছেড়ে গাইলেন দেবীর জনপ্রিয় গান-‘ক্রমশ এ গল্পে আরও পাতা জুড়ে নিচ্ছি/ দু মুঠো বিকেল যদি চাও ছুড়ে দিচ্ছি.....।’

উপস্থাপক রুম্মান রশীদের অনুরোধে তিনি যখন এই গান পরিবেশন করলেন তখন তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে গাইতে শুরু করল হলভর্তি দর্শকরাও। এরপর অনুরোধের পালা। অনুরোধে ঢেঁকি গলে শবনম ফারিয়াও গাইলেন। উপস্থাপক রুম্মান রশীদ বললেন, এতদিন ফারিয়া ছিলেন মডেল-অভিনেত্রী, এবার ফারিয়ার নতুন পরিচয় তিনি গায়িকা। বলতেই মাইক হাতে নিয়ে গাইতে শুরু করলেন ফারিয়া।

জয়া আসছেন এ খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যা থেকেই ছায়াবানী হলকে ঘিরে দর্শকদের উপচে পড়া ভিড়। ভিড় ঠেলে যখন জয়া আহসান প্রেক্ষাগৃহে প্রবেশ করলেন তখন অন্যরকম এক উত্তেজনা তৈরি হয় হলকে ঘিরে।

কড়া মানব বেষ্টনীর মধ্যে দিয়ে তিনি কলাপসিবল গেট পার হয়ে চলে যান ছায়াবানী সিনেমা হলের দ্বিতীয় তলায়। সেখানে তাকে অভিনন্দন জানান সিনেমা হলটির মালিক কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান ফখরুল ইসলাম ফিরোজ।

এ সময় দ্বিতীয় তলার গেটকে ঘিরে বাঁধ ভাঙা উচ্ছ্বাস তৈরি হলে নিরাপত্তা দিতে সিনেমা হল কর্তৃপক্ষের খানিকটা বেগ পেতে হয়। এরপর জয়া আহসান সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে সোজা চলে যান সিনেমা হলের নিচতলার রিয়েল স্টলে।

সেখানে দর্শকদের উপস্থিতি কম থাকায় জয়া আহসানের চোখ পড়ে দু’তলার ডিসিতে। সেখানে তিল ধারণের ঠাঁই নেই। দর্শকদের উপস্থিতি তা তুলে ধরতে উপস্থাপক রুম্মান রশীদ মোবাইলের লাইটের আলো ফেলতে বললেন। সেখানে মোবাইলের আলোর বিচ্ছুরণে সবাই মুগ্ধ হয়ে দেখেন জয়া আহসানকে।

এ সময় জয়া আহসান রসিকতা করে বললেন, ‘ময়মনসিংহের বিখ্যাত কিন্তু মুক্তাগাছার মন্ডা। এ মন্ডা না খেয়ে অন্তত ময়মনসিংহ থেকে ফিরছিনা।’

ছায়াবাণী সিনেমা হলের মালিক পক্ষের প্রতিনিধি শাহজাহান কবির বার্তা২৪.কমকে বলেন, ‘ঢাকা অ্যাটাকের পর দেবীতে আমরা বেশ সাড়া পেয়েছি। যারা এতোদিন হলমুখী ছিলেন না তারাও হলে আসছেন। স্বপরিবারে একসঙ্গে দেবী উপভোগ করছেন।’

এ সম্পর্কিত আরও খবর