কমেডি থ্রিলারে একসঙ্গে অক্ষয়-ইমরান

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 07:47:26

কমেডি থ্রিলারে একসঙ্গে অক্ষয়-ইমরান

এই মুহূর্তে বেশ কয়েকটি ছবির কাজ রয়েছে অক্ষয় কুমারের হাতে। এরইমধ্যে শোনা গেলো- বলিউডের এই অভিনেতা আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।

এখনও পর্যন্ত ঠিক হয়নি নতুন ছবিটির নাম। এটি পরিচালনা করবেন রাজ মেহতা এবং প্রযোজনার দায়িত্বে রয়েছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন।

চমকপ্রদ তথ্য হলো- নাম ঠিক না হওয়া কমেডি থ্রিলার ছবিতে অক্ষয়ের পাশাপাশি দেখা যাবে ইমরান হাশমিকে। সব ঠিক থাকলে এবারই প্রথম একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে।

মালায়ালাম ছবি ‘ড্রাইভিং লাইসেন্স’র রিমেক হতে যাচ্ছে নাম ঠিক না হওয়া নতুন ছবিটি। আগামী বছর শুরু হবে এর শুটিং। কেননা বর্তমানে পরিচালক ব্যস্ত আছেন ‘যুগ যুগ যিও’র শুটিং নিয়ে।

এ সম্পর্কিত আরও খবর

right arrow