দিন কয়েক আগেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত ‘ইটারনালস’। কিন্তু সৌদি আরব, কাতার এবং কুয়েতে নিষিদ্ধ করা হয়েছে মার্ভেল স্টুডিওর এই ছবিটি। সমকামী সম্পর্ক দেখানোর কারণে এই তিন দেশ ছবিটিকে ব্যান (নিষিদ্ধ) করেছে।
১১ নভেম্বর মধ্যপ্রাচ্যে মুক্তি পাওয়ার কথা ছিলো ‘ইটারনালস’-এর। শোনা যায়, মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে যৌনতা, সমকাম, ধর্ম নিয়ে বেশকিছু দৃশ্য তথা বিষয় ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয়। কিন্তু ডিজনি নাকি ‘ইটারনালস’র কোন ধরনের কোনও পরিবর্তন করতে রাজি ছিল না।
চিনা বংশোদ্ভূত পরিচালক ক্লোয়ি ঝাও-এর ‘ইটারনালস’-এ ব্রায়ান টাইরি হেনরির চরিত্রটি সমকামী। ব্রায়ানের সঙ্গে অভিনেতা হাজ স্লেইমানের চুম্বনের একটি দৃশ্য আছে। আর এ কারণেই মধ্যপ্রাচ্যের এই তিন দেশ ছবিটি নিষিদ্ধ করেছে।
জানা গেছে, কিছু জায়গায় ছবিটি দেখানোর জন্য এই দৃশ্যগুলো বাদ দেওয়ার অনুরোধ করা হয়। কিন্তু প্রযোজনা সংস্থা ছবিতে কোনও পরিবর্তন করতে চায়নি।
চমকপ্রদ তথ্য হলো- এবারই প্রথম এমসিইউ-এর কোন ছবিতে সমকামী চুম্বনের দৃশ্য দেখানো হয়েছে।
‘ইটারনালস’-এ জোলির পাশাপাশি আরও অভিনয় করেছেন রিচার্ড ম্যাডেন, সালমা হায়েক, অ্যাঞ্জেলিনা জোলি, কিট হ্যারিংটন।