মুখোমুখি ‘লাল সিং চাড্ডা’ ও ‘কেজিএফ’, ক্ষমা চাইলেন আমির

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 14:04:30

এ বছরের বহুল প্রতীক্ষিত ছবিগুলোর মধ্যে একটি হলো আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ ও দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে ছবি দুটির মুক্তির তারিখ।

পরপর বেশ কয়েকটি তারিখ পেছানোর পর আগামী ১৪ এপ্রিল ‘লাল সিং চাড্ডা’র মুক্তির তারিখ নির্ধারণ করেছেন নির্মাতারা। কিন্তু চমকপ্রদ তথ্য হলো- ওই একই দিন প্রেক্ষাগৃহে আসতে যাচ্ছে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। অর্থাৎ বক্স অফিসে মুখোমুখি সংঘর্ষ হতে যাচ্ছে ছবি দুটি।

‘লাল সিং চাড্ডা’র আগেই ‘কেজিএফ: চ্যাপ্টার টু’র মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছিলো তবুও কেন এই তারিখটি বেছে নিয়েছেন আমির খান ও ছবিটির নির্মাতারা? এমন প্রশ্নের জবাবে আমির বলেন, “অন্যের ভূখণ্ডে প্রবেশ করেছি এই কথাটি আমার মোটেও পছন্দ নয়। কিন্তু যেহেতু আমি আমার ক্যারিয়ারে প্রথমবার একজন শিখ চরিত্রে অভিনয় করছি, তাই বৈশাখীর দিনটি (১৪ এপ্রিল) লাল সিং চাড্ডার মুক্তির জন্য সবচেয়ে উপযুক্ত বলে মনে হয়েছিল।”

এখানেই শেষ নয়, ছবি দুটি বক্স অফিসে ‍মুখোমুখি হতে যাচ্ছে এই কথাটি জানার পরই ‘কেজিএফ: চ্যাপ্টার টু’র নির্মাতা প্রশান্ত নীলের কাছে ক্ষমা চেয়েছেন আমির খান।

এ প্রসঙ্গে আমির খান বলেন, ‘তারা (কেজিএফ’র নির্মাতা) আমার দৃষ্টিভঙ্গি বুঝতে পেরেছিল এবং একই দিনে তাদের চলচ্চিত্র মুক্তি সত্ত্বেও আমাকে এগিয়ে যেতে বলেছিল। আমি তাদের এই আন্তরিকতায় মুগ্ধ।’

এ সম্পর্কিত আরও খবর