ফের মুখোমুখি সালমান-অক্ষয়

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 23:21:37

বলিউড ইন্ডাস্ট্রির দুই সুপারস্টার সালমান খান ও অক্ষয় কুমার। এ বছর ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল সালমান খানের ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ এবং অক্ষয় কুমারের ‘লক্ষ্মীবম্ব’। এর ফলে প্রথমবার বক্স অফিসে মুখোমুখি হয়েছিলেন এই দুই তারকা।

ঈদুল ফিরতে ছবি দুটি যখন মুক্তি পায় সেসময় ভারতে চলছিল লকডাউন। যার ফলে দর্শকরা প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দুটি না দেখায় বক্স অফিসে এর তেমন কোন প্রভাব পড়েনি।

কিন্তু চমকপ্রদ তথ্য হলো- বছর শেষে ফের একবার মুখোমুখি হতে যাচ্ছেন সালমান খান ও অক্ষয় কুমার। তবে এবার বক্স অফিস নয়। ওটিটি প্ল্যাটফর্মে মুখোমুখি হতে যাচ্ছেন তারা।

আগামী ২৪ ডিসেম্বর ডিজনিপ্লাস হটস্টারে মুক্তি পেতে যাচ্ছে অক্ষয় কুমারের আসন্ন ছবি ‘আতরাঙ্গি রে’। সেই একইদিন জিফাইভে মুক্তি দেওয়া হবে সালমান খানে ‘অন্তীম’।

ওটিটি প্ল্যাটফর্মে দুই তারকার মুখোমুখি প্রসঙ্গে এক বাণিজ্য গবেষক বলেন, “চিন্তার কোন বিষয় নেই। কারণ সালমান খানের ‘অন্তীম’ এরইমধ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। যেখানে অক্ষয় কুমারের ‘আতরাঙ্গি রে’ একদম নতুন একটি ছবি।”

এ সম্পর্কিত আরও খবর