এ কী হাল মেহজাবীনের?

ছোটপর্দা, বিনোদন

বিনোদন ডেস্ক | 2023-08-31 12:29:35

ময়লা ছেঁড়া শাড়ি, মলিন মুখ। বসে আছেন কখনও ফুটপাতে, কখনও রাস্তায়। উদ্দেশ্য- ভাত-তরকারি বিক্রি করা। রাজধানীর তেজকুনি পাড়ায় রেল বাজারে যখন এভাবেই বসে আছেন মেহজাবীন, কারও সাধ্য নেই তাকে পর্দার মানুষ ভাবার।

আর এমনভাবে থাকার কারণ নতুন একটি নাটক। এর নাম ‘রাজা রানীর গল্প’। এতে তার সহশিল্পী তৌসিফ মাহবুব। নাটকটি রচনা করেছেন পারভেজ ইমাম এবং পরিচালনায় আছেন রাফাত মজুমদার রিংকু।

এর গল্পে দেখা যাবে, শুকনো ও মলিন মুখে প্রতিদিন ফুটপাতে বসে খাবার বিক্রি করেন মেহজাবীন। দিনমজুর, রিকশাচালকরা তার কাছে খাবার খায়। মেহজীবনের প্রতিদ্বন্দ্বী তৌসিফ তার ভ্রাম্যমাণ একটি ভাতের হোটেল রয়েছে।

তুলনামূলক মেহজাবীনের এখানে কাস্টমার বেশি আসে। বিষয়টি সহজভাবে নিতে পারেন না তৌসিফ। হঠাৎ করেই তৌসিফ খেয়াল করেন মেহজাবীন খাবার বিক্রি করতে আসছেন না। এরপরের ঘটনা একেবারে ভিন্ন।

মেহজাবীন জানান, এমনভাবে তাকে কেউ-ই কোনও নাটকে দেখেনি। একেবারে ভিন্ন চরিত্র। আর পরিবেশটাও ছিল আলাদা। ক্যামেরা-লাইট না দেখলে কারও সাধ্য ছিল না সাধারণ দোকানি থেকে তাকে আলাদা করার।

‘রাজা রানীর গল্প’-এ আরও অভিনয় করেছেন নিকুল কুমার মণ্ডল, শহিদুল্লাহ সবুজ, তিশা, প্রাণ সারোয়ার প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর