সাইনার কাছে ক্ষমা চাইলেন সিদ্ধার্থ

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-18 23:35:51

গত সপ্তাহে পঞ্জাবের ফিরোজপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় গলদ নিয়ে টুইটারে ক্ষোভ প্রকাশ করেন সাইনা নেহওয়াল লিখেছিলেন, “কোনও জাতি নিজেকে নিরাপদ বলে দাবি করতে পারে না যদি তাদের নিজেদের প্রধানমন্ত্রীর নিরাপত্তার সঙ্গে আপস করা হয়। কঠোর ভাষায়, আমি নৈরাজ্যবাদীদের দ্বারা প্রধানমন্ত্রী মোদীর উপর কাপুরুষোচিত হামলার নিন্দা জানাই।”

সাইনা নেহওয়ালের সেই টুইট রিটুইট করে সিদ্ধার্থ লিখেছিলেন, “আপনি বিশ্বের subtle cock চ্যাম্পিয়ন। ধন্যবাদ ঈশ্বর আমাদের ভারতকে রক্ষা করেছেন। আপনার লজ্জা হওয়া উচিত।” আর এতেই ঘটে বিপত্তি।

অভিনেতা shuttle cock এর জায়গায় subtle cock লেখায় বিতর্ক শুরু হয়। সিদ্ধার্থের এই মন্তব্যে নিন্দার ঝড় উঠে নানা মহলে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এসে সিদ্ধার্থের মন্তব্যের জবাব দিয়ে সাইনা বলেন, ‘আমি ঠিক নিশ্চিত নই যে তিনি কী বোঝাতে চেয়েছেন। অভিনেতা হিসেবে তাকে ভালো লাগত। কিন্তু এটা ভালো নয়। কিছুটা ভালো শব্দ ব্যবহার করে নিজের মনোভাব প্রকাশ করতে পারতেন। এরকম শব্দ ব্যবহার করে লোকজন আলোয় থেকে যেতে চান।’

এখানেই শেষ নয়, দক্ষিণের এই অভিনেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে জাতীয় মহিলা কমিশনও। বিতর্কের মাঝেই খোলা চিঠি লিখে সাইনার কাছে ক্ষমা প্রার্থনা করলেন সিদ্ধার্থ।

সাইনার কাছে ক্ষমা চেয়ে সিদ্ধার্থ লিখেছেন, ‘প্রিয় সাইনা, আপনার একটি টুইটের প্রতিক্রিয়ায় আমি যে অভদ্র রসিকতা করেছি তার জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। আমি আপনার সঙ্গে অনেক বিষয়ে দ্বিমত পোষণ করতে পারি। তবে আমি আপনার টুইটটি যখন পড়ি তখন আমার হতাশা বা রাগও আমার বলা কথাকে মান্যতা দিতে পারে না। আমি জানি, আমার মধ্যে তার চেয়ে বেশি বিনম্রতা আছে।’

যোগ করে তিনি আরও লিখেছেন, “আমি দুঃখিত যে ওই ঠাট্টাটি মানুষের কাছে সঠিক বার্তা নিয়ে পৌঁছায়নি। কোনওরকম খারাপ অভিপ্রায় নিয়ে ওই টুইট করিনি। কোনও অশ্লীল ইঙ্গিত দেওয়ার উদ্দেশ্য ছিল না ।”

নিজেকে নারীবাদী বলে উল্লেখ করে সিদ্ধার্থ জানান, ‘কোনওরকম লিঙ্গ ভিত্তিক আক্রমণ আমি করিনি, নারী হিসেবে আপনাকে অপমান করতে চাইনি।’

এ সম্পর্কিত আরও খবর