যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘স্কুইড গেম’

ও‌য়েব ও সি‌রিজ, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 11:57:27

স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডে চার বিভাগে মনোনয়নের পর এবার যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে নেটফ্লিক্সের মেগা-হিট সাউথ কোরিয়ান থ্রিলার সিরিজ ‘স্কুইড গেম।’

স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডের ভোটিং অব্যাহত থাকায়, নেটফ্লিক্স নিউইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেস উভয় জায়গায় দুই রাতের জন্য থিয়েটারে এই সিরিজটি প্রদর্শনের আয়োজন করেছে।

“স্কুইড গেম’র প্রথম সিজন পরপর দুটি শনিবার বিকেলে প্রদর্শিত হবে। একটি ১২ ফেব্রুয়ারি নিউ ইয়র্কের নেটফ্লিক্স-চালিত প্যারিস থিয়েটারে এবং অপরটি ১৯ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস পাড়ার নেটফ্লিক্স-চালিত বে থিয়েটারে।”

ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে এখনও পর্যন্ত যতো সিরিজ মুক্তি পেয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি দেখা হয়েছে সাউথ কোরিয়ান সিরিজ ‘স্কুইড গেম’। ২০২১ সালের ১৭ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পায় এটি।

এখানেই শেষ নয়, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডে চার বিভাগে মনোনয়ন পেয়েছে ‘স্কুইড গেম’। যা এর আগে কখনও কোন কোরিয়ান সিরিজ পায়নি।

এ সম্পর্কিত আরও খবর