প্রীতির বাসার সামনে প্রায় ঘোরাঘুরি করে নিশাদ। প্রীতি বুঝতে পারে নিশাদ তাকে পছন্দ করে। কিন্তু নিশাদ নিজ থেকে তাকে কিছুই বলে না। তাই প্রীতিও ভাব নিয়ে নিশাদকে পাত্তা দেয় না।
বাসার সামনে, ভার্সিটিতে যেতে, বারান্দায়, সব স্থানে প্রীতিকে ফলো করে নিশাদ। একসময় প্রীতি বিরক্ত হয়ে নিশাদের কাছে ফলো করার কারণ যানতে চাইলে নিশাদ কোনো উত্তর না বলে চলে যায়। এতে নিশাদ সম্পর্কে জানার জন্যে আরও আগ্রহী হয় প্রীতি। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। এমনই এক গল্প নিয়ে তৈরী হয়েছে নাটক ‘তোমার জন্য’ ।
তোমার জন্য’তে সারিকাকে প্রীতি চরিত্রে দর্শকরা দেখতে পাবেন। নাটকে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খাইরুল বাশার, শেখ মাহাবুবুর রহমান, প্রিয়ন্তি, রাকিব খান, আরিফুর রহমান প্রমুখ।
আগামী ৫ মার্চ বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে রাত সাড়ে ৯টায় প্রচার হবে জসিম মনের চিত্রনাট্য ও পরিচালনায় একক নাটক ‘তোমার জন্য’।