একটি শ্যাম্পুর বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে পরিচয় হয় বিরাট কোহলি ও আনুশকা শর্মার। সেই থেকেই তাদের বন্ধুত্বের শুরু এরপর প্রেম। দীর্ঘদিন চুটিয়ে প্রেমের পর ২০১৭ সালের ১১ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েন দুজনে।
ক্রিকেটার বিরাটের জীবনের আনুশকার প্রভাব কতটা? শততম টেস্টের ঠিক আগে সেই জবাব দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের এই অধিনায়ক।
বিসিসিআই-এর ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বললেন, “আমার জীবনে আনুশকার বিরাট প্রভাব। জীবনে কারও প্রভাব থাকলে মাঠেও তার প্রতিফলন পাওয়া যায়। কারণ খেলাটাও আমাদের জীবনের অঙ্গ। আমি সম্পূর্ণ পাল্টে গিয়েছি আর পুরোটাই ভালোর জন্য।”
তিনি আরও বলেন- “আনুশকার মতো জীবনসঙ্গী পাওয়ায় আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। আমার কাছে শক্তির একটা স্তম্ভ আনুশকা। জানি লোকে আলোচনা করে, তবে হ্যাঁ ও আমার জীবনে আসার পর আমার বিবর্তন শুরু হয়। আমরা একে অপরকে বেড়ে উঠতে সাহায্য করেছি। ও না থাকলে এত আবেগ আর প্রাণশক্তি নিয়ে খেলতে পারতাম না।”