আজ ইলিয়াস কাঞ্চনের ‘বইওয়ালা’

ও‌য়েব ও সি‌রিজ, বিনোদন

কন্ট্রিবিউটিং এডিটর, বার্তা২৪.কম | 2023-09-01 21:21:39

সিনেমার বাইরে ইলিয়াস কাঞ্চনকে অনিয়মিতভাবে ছোট পর্দায়ও দেখা যায়। এবার এই জনপ্রিয় অভিনেতা হাজির হয়েছেন ‘বইওয়ালা’ হয়ে। মূলত এই নামের একটি নাটকে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন। খায়রুল বাসার নির্ঝরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাইসুল তমাল। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি, সুজন হাবিব, দাউদ নূর প্রমুখ।

বইওয়ালা প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, আমাদের উপযোগী চরিত্রাভিনেতা হিসেবে সেভাবে আর কেউ গল্প লেখেন না। খুব কম গল্পই মনমতো হয়। বইওয়ালা গল্পটি পাওয়ার পর মনে হয়েছিল, চরিত্রটি অসাধারণ। এ ধরনের চরিত্রের প্রতি এখনো আমার অনেক লোভ। কাজটি করতে গিয়েও বেশ ভালো লেগেছে। যিনি পড়ালেখা করতে পারেননি। কিন্তু বই নিয়ে তার সবচেয়ে বেশি আগ্রহ। বই নিয়ে তাকে দ্বারে দ্বারে ঘুরতে দেখা যাবে। এর মধ্যে রোমান্টিক কিছু মুহূর্ত গল্পে অন্য মাত্রা যোগ করবে।

‘বইওয়ালা’ নাটকের নির্মাতা রাইসুল তমাল জানান, সমাজে এক ধরনের অস্থিরতা চলছে। সে অস্থিরতা কাটানোর উপায় তরুণদের বই পড়ায় উৎসাহিত করা। সৃজনশীল কাজ কীভাবে একজনকে সহনশীল করে তোলে, সেটা দেখানোর জন্যই নাটকটি নির্মাণ করা।

‘বইওয়ালা’ নাটকটি প্রচার হবে আজ রাত ৯টা ৩০ মিনিটে, এনটিভিতে।

এ সম্পর্কিত আরও খবর