মাদার্স ডে’তে মায়েদের সঙ্গে তারকারা

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 07:53:48

এই পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মানীয় মানুষ হচ্ছেন মা। মাত্র এক অক্ষরে শব্দটি গঠিত হলেও এর ব্যাপকতা সাগরের চেয়েও বিশাল। এই শব্দের চেয়ে অতি আপন শব্দ আর নেই।

আজ (৮ মে) বিশ্ব মা দিবস। প্রতি বছরই ক্যালেন্ডার ধরে দিবসটি আসে, চলেও যায়। এই দিনটিতে মায়ের জন্য বিশেষ কিছু করেন সন্তান, তাকে ধন্যবাদ জানান, ভালোবেসে জড়িয়ে ধরেন। ব্যতিক্রম হয়নি তারকাদের ক্ষেত্রেও।

তারকারাও আজকের বিশেষ এই দিনটিতে তাদের মায়েদের সঙ্গে কাটানো নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করছেন। সেই সঙ্গে মাদার্স ডে’র শুভেচ্ছা তো জানাচ্ছেনই।

মায়ের সঙ্গে মাধুরী দীক্ষিত ও তার দুই বোন

 

কাজল ও তার মা

 

মাদার্স ডে’তে এই ছবিটি শেয়ার করে সকল মায়েদের মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন গৌরি খান

 

যমজ দুই সন্তান ও মায়ের সঙ্গে অভিনেত্রী প্রীতি জিনতা

 

মা ও শাশুড়ির সঙ্গে ভিকি কৌশল

 

মায়ের সঙ্গে সারা আলি খানের কাটানো কিছু মুহূর্ত

 

মা ও শাশুড়ির সঙ্গে ছবি শেয়ার করে মাদার্স ডে’র শুভেচ্ছা জানিয়েছেন ক্যাটরিনা কাইফ

 

মা ও শাশুড়ির সঙ্গে মৌনি-সুরজ দম্পতি

 

মা সোনি রাজদান ও শাশুড়ি নীতু কাপুরের সঙ্গে আলিয়া ভাট

 

মায়ের সঙ্গে শ্রেয়া স্মরণ



এ সম্পর্কিত আরও খবর