প্রেমের সম্পর্ক ছিলো কার্তিক আরিয়ান ও সারা আলি খানের। যার শুরুটা হয়েছিলো ইমতিয়াজ আলির ‘লাভ আজ কাল’ ছবির সেট থেকে। কিন্তু প্রেমের বিষয়টি নিয়ে এই তারকা জুটির কেউই কখনও কোন মন্তব্য করেননি।
‘লাভ আজ কাল’ ছবির সেট থেকে কার্তিক-সারার প্রেমের শুরুটি হলেও, ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর প্রেম ভেঙে যায় তাদের। ইনস্টা থেকে সেই সময় একে-অপরকে আনফলো করে দিয়েছিলেন তারা। এরপর অনেকে তো সেসময় এমনটিও বলেছিলো যে, ছবির প্রোমোশনের জন্যই নাকি এই প্রেমের সম্পর্কের নাটক করেছিলেন তারা।
তবে এবার হয়তো সারার সঙ্গে প্রেমের বিষয়টি স্বীকার করে নিলেন কার্তিক আরিয়ান। সম্প্রতি নবভারত টাইমসে দেওয়া সাক্ষাৎকারে কার্তিক নিজের প্রেম প্রসঙ্গে জানান, ‘না না ওখানে কোনও কিছু প্রোমোশনাল ছিল না। কীভাবে এটা আমি বোঝাব? আমরাও তো মানুষ, তাই সব কিছু প্রোমোশনাল হয় না। এই মুহূর্তে এর চেয়ে বেশি বলা আমিার পক্ষে সম্ভব নয়।’
এই তারকা জুটি তাদের বিচ্ছেদ নিয়ে কোন মন্তব্য না করলেও, তাদের এই প্রেম ভাঙার কারণ হিসেবে মাঝে উঠে এসেছিল ‘পজেসিভনেস’র থিয়োরি।