বলিউডের মিস্টার পারফেকশনিস্ট তিনি। সবশেষ ২০১৮ সালে ‘থাগস অব হিন্দুস্তান’ ছবিতে দেখা গেছে তাকে। অদ্বৈত চন্দন পরিচালিত ‘লাল সিং চাড্ডা’র মধ্য দিয়ে চার বছর পর রূপালি পর্দায় কামব্যাক করতে যাচ্ছেন তিনি। কথা হচ্ছে বলিউড অভিনেতা আমির খানকে নিয়ে।
আমির খানের ছবি বড়পর্দায় আসবে আর চমক থাকবে না তা কি করে হয় বলুন তো? আর নিজের আসন্ন ছবি ‘লাল সিং চাড্ডা’র ক্ষেত্রেও যে তার ব্যতিক্রম হবে না সেটি ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছেন আমির। এই যেমন, একই ছবিতে নানা অবতারের ধরা দিচ্ছেন তিনি। দেশের বহু শহরে পৌঁছে শুটিং করেছেন ছবিটির। কয়েক দিন আগে রেডিও চ্যানেলে মুক্তি পেয়েছে ছবির গান। যেখানে অন্যান্য ছবির ভিডিও গান প্রকাশ্যে আসে, সেখানে ‘লাল সিং চাড্ডা’র নতুন গান শুধু অডিওর মধ্যে দিয়ে সামনে আনলেন।
এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে, আগামী ২৯ মে আইপিএলের ফাইনালে ‘লাল সিং চাড্ডা’র প্রথম ঝলক প্রকাশ্যে আনবেন মিস্টার পারফেকশনিস্ট।
জানা গেছে, খেলা চলাকালীনই টেলিভিশনের পর্দায় ফুটে উঠবে আমিরের এই ছবির প্রথম ঝলক। জানা গিয়েছে, আইপিএলের উন্মাদনাকে কাজে লাগিয়ে ‘লাল সিং চাড্ডা’র প্রচার সারতে চাইছেন আমির।