ট্রেলার দেখে পুরো সিনেমা বিচার করা যায় না: শ্যাম বেনেগাল

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 17:48:57

বহুল আলোচিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ (Mujib: The Making of a Nation)’ এর ট্রেলার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠা প্রতিক্রিয়ায় বিস্ময় প্রকাশ করেছেন সিনেমাটির নির্মাতা, প্রখ্যাত ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল।

শনিবার রাতে ভারতের সংবাদ মাধ্যম টেলিগ্রাফকে তিনি বলেছেন, ট্রেলার দেখে বাংলাদেশি দর্শকরা কেন বিরক্ত হয়েছেন, তা বোঝা আমার পক্ষে সত্যিই কঠিন বলে মনে করছি।

তিনি আরও জোর দিয়ে বলেন, ৯০ সেকেন্ডের ট্রেলারের উপর ভিত্তি করে একটি সম্পূর্ণ সিনেমাকে বিচার করা যায় না। তারা ট্রেলার নিয়ে মন্তব্য করতে পারেন, তবে পুরো সিনেমা নিয়ে মন্তব্য করা হাস্যকর।


‘মুজিব: একটি জাতির রূপকার’ এর সিনেমার মূল চরিত্রগুলো নিয়ে তিনি মন্তব্য করেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমি বাংলাদেশি অভিনেতাদের নিয়েছি কারণ তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতাদর্শ সম্পর্কে আরও ঘনিষ্ঠ।

এ সময় বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি সিনেমাটি সম্পর্কে 'নেতিবাচক প্রতিক্রিয়ায়' তিনি বিভ্রান্ত' হয়েছেন বলেও মন্তব্য করেন।

গত ১৯ মে কান চলচ্চিত্র উৎসবে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার ট্রেলার প্রকাশ করা হয়। ট্রেলার মুক্তির পর অভিনয়, ভিএফএক্স-সহ নানা বিষয়ে সমালোচনা উঠেছে।

এ সম্পর্কিত আরও খবর