কাশ্মীরের পহলগাঁওতে এক অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন সামান্থা ও বিজয়। শুটিং করার সময়ই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে লিডার নদীতে পড়ে যায়। এতে গুরুতর আহত হন দক্ষিণের এই দুই তারকা।
দুর্ঘটনার পর সামান্থা-বিজয়কে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ফিজিওথেরাপি করা হয় অভিনেতাদের। একটু সুস্থ হয়েই ফের শুটিং শুরু করেন দক্ষিণের এই দুই তারকা।
চিকিৎসকের কথায়, আপাতত তারা সুস্থ রয়েছেন।
আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পাবে সামান্থা ও বিজয়ের নতুন ছবি ‘খুশি’। এই ছবিরই শুটিং করছিলেন এই দুই তারকা। এর আগে সুপারহিট তামিল ছবি ‘মহানতি’তে জুটি বেঁধেছিলেন তাদের।