১০০ কোটি আয়, ভাত-পাপড় খেয়ে উদযাপন করলেন কার্তিক

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 17:46:25

দর্শক মনে জায়গা করে নিতে সফল হয়েছে আনিজ বাজমি পরিচালিত ও কার্তিক আরিয়ান অভিনীত হরর কমেডি ‘ভুল ভুলাইয়া টু’। শনিবার (২৮ মে) ১০০ কোটির ঘরে পৌঁছে গেছে ছবিটি।


এদিন, ছবির গান 'আমি যে তোমার' লঞ্চে কলকাতায় হাজির হয়েছিলেন কার্তিক। সেখানে প্রচারণার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পরেন তিনি। পরে রাত ২টার সময় রাস্তার পাশের স্টলগুলো থেকে ভাত ও পাপড় কিনে খেয়ে ছবিটির শত কোটি রুপি আয়ের খুশি উদযাপন করলেন বলিউডের এই অভিনেতা। আর সেই ভিডিও এরইমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

রাস্তার পাশের স্টল থেকে কেন খাচ্ছেন জানতে চাইলে, কার্তিকের মন্তব্য, ‘কোথাও খাবার পাচ্ছি না, কেউ দোকান খোলা রাখেনি।’ অভিনেতা জানিয়েছেন, রাত ২টা বাজে, ছবির প্রোমোশন করে ফিরছেন তিনি।

 
 
 
View this post on Instagram

A post shared by Viral Bhayani (@viralbhayani)

এখানেই শেষ নয়, কলকাতার হাওড়া ব্রিজে যান অভিনেতা। কলকাতার গৌরব হলুদ ট্যাক্সির মাথায় উঠে ফটোসেশনও করতে দেখা যায় তাকে।

কার্তিক-কিয়ারা ছাড়াও এই ছবিতে রয়েছেন টাবু, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্রার মতো অভিনেতারা।

এ সম্পর্কিত আরও খবর