টুটুল চৌধুরী। ব্যক্তিগত জীবনে ব্যাংকার হলেও থিয়েটার ও চলচ্চিত্র শিক্ষার সাথে দীর্ঘদিন যাবৎ সম্পৃক্ততা তাঁর। ফিল্ম এন্ড মিডিয়ায় মাস্টার ডিগ্রী কমপ্লিট করেও পরিচালনায় নিজেকে সম্পৃক্ত করতে পারেনি। ধ্যান জ্ঞান সবসময় অভিনয়ের সাথে। দীর্ঘ চর্চার মধ্য দিয়ে অভিনয়টাকে সুসম্পন্ন করতে চায় এই অভিনেতা টুটুল চৌধুরী। তিনি নতুন সিনেমা নিয়ে আজ ৩ জুন বড়পর্দায় হাজির হতে যাচ্ছেন। ১০ বছর যাবৎ টিভি নাটকে অভিনয় করে বর্তমানে চলচ্চিত্র নিয়ে কাজ করছে।
অঞ্জন আইচ পরিচালিত ‘আগামীকাল’ চলচ্চিত্রে একটি ব্যতিক্রমধর্মী চরিত্রে আবির্ভূত হতে যাচ্ছে অভিনেতা টুটুল চৌধুরী। শুক্রবার ৩ জুন চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে একযোগে সারা দেশে ৩৫টি প্রেক্ষাগৃহে। সাইকো থ্রিলার ঘরানার এই চলচ্চিত্রে আরো অভিনয় করেছেন–মম, ইমন, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম, সূচনা আজাদ, তারিক স্বপন, সুজাত শিমুল, ফাহমি ও আরো আনেকে। সাইকো থ্রিলার গল্পের ছবিটিতে ইমন, মম, সুচনা আজাদের সঙ্গে অভিনয় করেছেন নাট্য অভিনেতা টুটুল চৌধুরী। যিনি বিটিভিতে প্রচারিত অনেক নাটকের মাধ্যমেই দর্শকদের কাছে পরিচিত হয়ে উঠেছেন।
টুটুল চৌধুরী নতুন সিনেমাটি নিয়ে বলেন, নতুন এই ছবিটিতে দর্শক আমাকে খল অভিনেতা হিসেবে দেখতে পাবেন। সিনেমাতেও আমার নাম থাকছে টুটুল। আমার অভিনীত প্রথম ছবি এটি। প্রতিটি দৃশ্যে ঘটন অঘটনের ব্যাপার আছে। আমার বিশ্বাস ছবিটির গল্প দর্শকদের নিরাশ করবে না। সেই সঙ্গে টুটুল চরিত্রটিও দর্শকরা উপভোগ করবেন।' তবে সিনেমায় খল অভিনেতা হিসেবে অভিষেক হলেও নাটকে এমন এন্টিহিরো হিসেবে আগেই অভিনয় করেছেন। 'কাচের পুতুল' নামে দীর্ঘ একটি ধারাবাহিকে খল চরিত্রে এর আগে দর্শক তাকে দেখেছেন । পেশাগত জীবনে টুটুল চৌধুরী একজন ব্যাংকার। বাংলাদেশ ব্যাংকের ডিজিএম (ডেপুটি জেনারেল ম্যানেজার) হিসেবে কর্মরত। তবে অভিনয়ের শুরুটা ছোটবেলা থেকেই। তার স্ত্রী প্রশাসনের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা।
টুটুল চৌধুরী আরও বলেন, 'মানুষ তার দৈনন্দিন পেশাগত কাজের বাইরে যে কাজটি করেন, সেটা 'বিনা কাজ' আর ওই বিনা কাজটাই তার আসল পরিচয়। আমি মনে করি পেশাগত কাজের বাইরে আমি যে অভিনয় করছি। এটাই আমার আসল পরিচয়।' টুটুল চৌধুরী অভিনীত নাটকের সংখ্যা প্রায় শতাধিক। নাটকে অভিনয়ের থিতু হওয়া এই অভিনেতা এবার অভিনয়ের ঝলক দেখাতে চান চলচ্চিত্রে। দেখা যাক আজ ৩ জুন 'আগামীকাল' নিয়ে কতটা দর্শকদের কাছাকাছি যেতে পারেন তিনি।
'আগামীকাল' ছাড়াও কানামাছি নামের আরও একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। যা এ চলতি বছরই মুক্তির সম্ভাবনার কথা জানালেন টুটুল চৌধুরী।