আগামীকাল প্রেক্ষাগৃহে আসছে অনন্য মামুন পরিচালিত সিনেমা ‘অমানুষ’। ছবির প্রচারে টিএসসিসহ বেশ কয়েক জায়গায় যান নিরব, পরিচালক অনন্য মামুন, অভিনেত্রী নওশাবা, অভিনেতা আনন্দ খালেদসহ সিনেমার অন্য কলাকুশলীরা।
পরে সন্ধ্যায় এফডিসিতে আয়োজন করে এক সংবাদ সম্মেলনের। থ্রিলার গল্পের ছবি ‘অমানুষ’ ভালো মানুষের মন্দ হয়ে যাওয়ার কথা বলা হবে। এতে নিরব ও নওশাবাকে ডাকাতের ভূমিকায় দেখা যাবে। নওশাবা ছাড়াও ‘অমানুষ’-এর গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব ও অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা।
মূলত এটি গহীন জঙ্গলের গল্প, যেখানে আটকা পড়েন মিথিলা। আর নিরব হলেন বনদস্যু। বান্দরবান, রাঙামাটি, সিলেট, নারায়ণগঞ্জ, ভালুকাসহ দেশের বিভিন্ন স্থান ঘুরে সিনেমাটির শুটিং করা হয়।
পরিচালক মামুনের গল্পে সিনেমাটির সংলাপ লিখেছেন জুয়েল কবির ও পাপ্পু রাজ। ‘অমানুষ’-এ আরো দেখা যাবে মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদসহ অনেককে।