অক্টোবরে মুক্তি পাচ্ছে মানিকের ‘যাও পাখি বলো তারে’

ঢালিউড, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 04:20:07

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক নতুন সিনেমা নিয়ে আবারও দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন । এবারের সিনেমার নাম ‘যাও পাখি বলো তারে’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন দর্শকজনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি, আদর আজাদ ও শিপন মিত্র।

আগামী ৭ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন ছবির পরিচালক। ২৫ জুন সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ করা হয়েছে। গ্রামীণ পটভূমির গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। যেখানে প্রেম, বিরহ ও বিচ্ছেদ মূল বিষয়বস্তু। এ সিনেমা নিয়ে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘যাও পাখি বলো তারে’ আগামী ৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সেইভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেপ্টেম্বর থেকে এর টিজার, ট্রেলার গান প্রকাশ মধ্য দিয়ে প্রচারণা শুরু করব। আশা করি সিনেমাটি সবার ভালো লাগবে।

এ চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, লাবণ্য, সুব্রত, রেবেকা, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), মাসুম বাশার, মিলি বাশার প্রমুখ। সিনেমাটির কাহিনি ও সংলাপ লিখেছেন আসাদ জামান।

অন্যদিকে, মানিকের পরিচালনায় ‘আশীর্বাদ’ ছবির ফার্স্ট লুক অর্থাৎ প্রথম অফিসিয়াল পোস্টার প্রকাশ পায়। সোমবার (১ আগস্ট) সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পায় ‘আশীর্বাদ’ সিনেমার এ পোস্টার। গতানুগতিক পোস্টার থেকে বের হয়ে ভিন্ন কিছু নিয়ে সবার সামনে আশার চেষ্টা করেছেন পোস্টারের কারিগর সাজ্জাদুল ইসলাম সায়েম।

জমিন জুড়ে রক্তের লাল রঙ আর মাঝে বাংলাদেশের মানচিত্র ফুটে উঠেছে এ পোস্টারে।এতে অভিনয়শিল্পী মাহিয়া মাহি, রোশানসহ অন্যান্যরা। মানচিত্রের বাইরে হুইল চেয়ারে এক শিশু, তার সামনে এক ব্যক্তি। এ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় দেখা মিলবে আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহির।তাঁর সঙ্গে প্রথমবার দেখা যাবে চিত্রনায়ক রোশানকেও।

‘আশীর্বাদ’ মুক্তি পাবে আগামী ১৯ আগস্ট। পরিচালক মানিক বলেন, আগস্ট মাস বাঙালি জাতির জন্য শোকের মাস। এ মাসে আমাদের ছবিটি ১৫ আগস্টে শহীদ বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যদের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করছি।

তিনি আরও বলেন, বর্তমানে পরিছন্ন ও দেশীয় গল্পের ছবির দর্শক আবার বেড়েছে। আমাদের ছবিটিও এ প্রজন্মকে নতুন করে মুক্তিযুদ্ধ নিয়ে আগ্রহী করবে বলে আমার বিশ্বাস।

ছবির প্রথম পোস্টার সামনে আসতেই বোঝা যাচ্ছে,ছবিতে যে এক নতুন কোনো গল্পের ছোঁয়া থাকবে।

‘আশীর্বাদ’ প্রযোজনা, কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন তাহেরা ফেরদৌস জেনিফার। সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, রেহানা জোলি, রেবেকা, সীমান্ত প্রমুখ। এটি ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা।

এ সম্পর্কিত আরও খবর