সালমান খান প্রথম থেকেই বিগ বসের পারিশ্রমিক নিয়ে বারে বারে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন। বিশাল অঙ্কের টাকা পারিশ্রমিক চেয়েছেন তিনি। এবার সকলকে চমকে দেওয়ার মত খবর বেরিয়েছে, বিগ বস ১৬-এর সঞ্চালনার জন্য ১০০ নয় ১০০০ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন নাকি ভাইজান!
বিগ বস ১৫-য়ে সঞ্চালক হিসাবে সালমানের পারিশ্রমিক ছিল ৩৫০ কোটি রুপি। তবে এবার সালমান খানের পারিশ্রমিকের বিষয়টি ঠিক কতটা সত্যি তা এখনও স্পষ্ট নয়। কারণ কারণ অফিশিয়ালি এই খবর নিয়ে কেউ এখনও মন্তব্য করেনি। চলতি বছর অক্টোবরে বিগ বস ১৬ শুরু হওয়ার কথা রয়েছে।
বলিউড সুপারস্টার সালমান খানের মুক্তির তালিকায় আছে 'কাভি ঈদ কাভি দিওয়ালি'। ডিসেম্বরে মুক্তি পাবে সিনেমাটি। সালমানের বিপরীতে ছবিতে অভিনয় করেছেন পুজা হেগড়ে।
এছাড়া সম্প্রতি নিরাপত্তা জনিত কারণে মুম্বাই পুলিশের কাছে আগ্নেয়াস্ত্র কাছে রাখার আইনি অনুমতি নিয়েছেন সালমান। বুলেটপ্রুফ গাড়িও নাকি কিনেছেন। সিধু মুসেওয়ালা খুনের পর গ্যাংস্টারদের থেকে প্রতিনিয়ত হুমকি পেতে পেতে ঝুঁকি নিতে চাইছেন না সালমান।